Discuss Forum
1. চর্যাপদে মোট কতজন লেখকের পরিচয় পাওয়া যায়?
- A. ২২ জন
- B. ২২ জন
- C. ২২ জন
- D. ২২ জন
Answer: Option B
Explanation:
চর্যাপদের আবিষ্কৃত পুঁথিতে মোট ২৪ জন লেখকের পরিচয় পাওয়া যায়। এই কবিদের মধ্যে লুই, কুক্কুরী, বিরুআ, গুণ্ডরী, চাটিল, ভুসুকু, কাহ্ন, কাম্বলাম্বর, ডোম্বী, শান্তি, মহিত্তা, বীণা, সরহ, শবর, আজদেব, ঢেণ্ঢণ, দারিক, ভাদে, তাড়ক, কঙ্কণ, জয়নন্দী, ধাম, তান্তী পা, এবং লাড়ীডোম্বী অন্যতম।
- ২৪ জন কবির নাম: আবিষ্কৃত পুঁথিতে ৫০টি চর্যার মধ্যে ২৪ জন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়, যেমন লুই, কুক্কুরী, বিরুআ, গুণ্ডরী, চাটিল, ভুসুকু, কাহ্ন, কাম্বলাম্বর, ডোম্বী, শান্তি, মহিত্তা, বীণা, সরহ, শবর, আজদেব, ঢেণ্ঢণ, দারিক, ভাদে, তাড়ক, কঙ্কণ, জয়নন্দী, ধাম, তান্তী পা এবং লাড়ীডোম্বী।
- লাড়ীডোম্বীর পদ: এই ২৪ জনের মধ্যে লাড়ীডোম্বী পদের পদটি পাওয়া যায়নি।
- অন্যান্য তথ্য: কিছু পদ (যেমন ২৪, ২৫ এবং ৪৮ নম্বর পদ) হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত পুঁথিতে না থাকলেও ড. প্রবোধচন্দ্র বাগচী-র আবিষ্কৃত তিব্বতি অনুবাদে পাওয়া যায়।
Post your comments here: