Discuss Forum
1. কোনটি লাতিন আমেরিকার দেশ?
- A. কানাডা
- B. কানাডা
- C. কানাডা
- D. কানাডা
Answer: Option B
Explanation:
লাতিন আমেরিকা বলতে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের এমন অঞ্চলগুলোকে বোঝায় যেখানকার জনগণ লাতিন ভাষা থেকে উদ্ভূত রোমান্স ভাষাসমূহে কথা বলে। রোমান্স ভাষা বলতে মূলত স্পেনীয় এবং পর্তুগিজ ভাষাকে বোঝায়। এই অঞ্চলটির উত্তরে রয়েছে ইঙ্গ আমেরিকা অঞ্চল যেখানকার মানুষ মূলত ইংরেজি ভাষায় কথা বলে। উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের ২০টি দেশ এই অঞ্চলের মধ্যে পড়ে। এগুলোর মধ্যে দক্ষিণ আমেরিকার ১০টি, মধ্য আমেরিকার ৬টি, ক্যারিবিয়ান অঞ্চলের ৩টি ও উত্তর আমেরিকা মহাদেশের ১টি দেশ রয়েছে।
এক নজরে লাতিন আমেরিকার দেশসমূহ
দক্ষিণ আমেরিকা মহাদেশ:
আর্জেন্টিনা(স্পেনীয়),
বলিভিয়া(স্পেনীয়),
ব্রাজিল(পর্তুগিজ),
চিলি(স্পেনীয়),
কলম্বিয়া(স্পেনীয়),
ইকুয়েডর(স্পেনীয়),
প্যারাগুয়ে(স্পেনীয়),
পেরু(স্পেনীয়),
উরুগুয়ে(স্পেনীয়) এবং
ভেনেজুয়েলা(স্পেনীয়)।
মধ্য আমেরিকা:
পানামা(স্পেনীয়),
এল সালভাদর(স্পেনীয়),
গুয়েতেমালা(স্পেনীয়),
হুন্ডুরাস(স্পেনীয়),
নিকারাগুয়া(স্পেনীয়) এবং
কোস্টারিকা(স্পেনীয়)।
ক্যারিবিয়ান অঞ্চল:
কিউবা(কিউবান-স্পেনীয়),
হাইতি(ফরাসি) এবং
ডোমিনিকান প্রজাতন্ত্র(স্পেনীয়)।
উত্তর আমেরিকা মহাদেশ:
মেক্সিকো(স্পেনীয়)।
এছাড়াও এসব অঞ্চলের কিছু স্বায়ত্তশাসিত অঞ্চল লাতিন আমেরিকার আওতাভুক্ত।
Post your comments here: