Discuss Forum

1. প্রসব পরবর্তী জটিলতা কোনটি?

  • A. Antepartum Hemorrhage
  • B. Antepartum Hemorrhage
  • C. Antepartum Hemorrhage
  • D. Antepartum Hemorrhage

Answer: Option D

Explanation:

যার সাধারণ প্রসব হলো তারও কিন্তু রক্তস্বল্পতা থাকবে। বাংলাদেশের মায়েদের একটু রক্তস্বল্পতা থাকেই। দুর্বলতা থাকে। মায়েদের একটু অস্বস্তি হয়, শরীরে নতুন একধরনের পরিবর্তন হয়। পেটটা তো তখনো ভারী থাকে মায়ের। রক্তপাত হয় মায়েদের। চল্লিশ দিন পর্যন্ত একটু একটু করে হয়।

হয়তো মায়ের আগে রক্তচাপ ছিল না। তবে মানসিক চাপ, দুশ্চিন্তায় এই সময় রক্তচাপ হঠাৎ বেড়ে যায়। আবার আমরা জানি প্রি একলামসিয়ায় উচ্চ রক্তচাপ, ইউরিনে প্রোটিন যায়, মায়ের খিঁচুনি হয়। খিঁচুনিও কিন্তু এই সময় হতে পারে। কারো যদি আগে প্রি একলামসিয়া থাকে, সেটা এই সময়ও হতে পারে। আবার কারো যদি নাও থাকে তারও এই সময় হতে পারে। এই সময় তার ওইটার সঙ্গে খিঁচুনিও হতে পারে। পোস্ট পার্টাম একলামসিয়া বলে, সেটি হতে পারে। এরপর অতিরিক্ত রক্তক্ষরণও হতে পারে। যাকে মূলত Postpartum hemorrhage (also called PPH) বলা হয়ে থাকে।


Post your comments here:

Name:
Mobile:
Email:(Optional)

» Your comments will be displayed only after manual approval.