Discuss Forum

1. কসরের ছালাত কখন পড়তে হয়?

  • A. সকাল বেলায়
  • B. সকাল বেলায়
  • C. সকাল বেলায়
  • D. সকাল বেলায়

Answer: Option C

Explanation:

কসরের সালাত পড়তে হয় যখন কেউ সফরের নিয়তে নিজ শহর বা গ্রাম অতিক্রম করে ৪৮ মাইল (৭৭.২৪৬৪ কিলোমিটার) বা তার বেশি দূরে চলে যান। এই অবস্থায় যোহর, আসর এবং ইশার চার রাকাতবিশিষ্ট ফরয সালাতকে দুই রাকাতে সংক্ষিপ্ত করে আদায় করতে হয়। তবে ফজর ও মাগরিবের সালাত কসর করা যায় না। 

কখন কসর পড়বেন:

  • মুসাফির হওয়ার পর: যখন আপনি আপনার নিজ শহর বা গ্রামের সীমানা অতিক্রম করবেন, তখনই আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন এবং কসর সালাত পড়তে শুরু করবেন। 
  • সফরের সময়: সফরের পুরো সময় জুড়েই কসর সালাত পড়া যাবে, যতক্ষণ না আপনি মুসাফির অবস্থার মধ্যে থাকেন। 

কসরের সালাতের নিয়ম: 

  • সালাতের রাকাত সংখ্যা কমানো: যোহর, আসর ও ইশার ফরয সালাত চার রাকাতের পরিবর্তে দুই রাকাত করে আদায় করা হয়।
  • সালাতের নিয়ম: কসর নামাজ আদায়ের নিয়ম সাধারণ ফরয নামাজের মতোই, শুধুমাত্র রাকাত সংখ্যা সংক্ষিপ্ত হয়।

গুরুত্বপূর্ণ বিষয়:

  • ফজর ও মাগরিব: ফজর (২ রাকাত) এবং মাগরিব (৩ রাকাত) নামাজ কসর করা হয় না। 
  • সালাত জমা করা: কসর করার পাশাপাশি সফরে থাকাকালীন সালাত (যোহর-আসর ও মাগরিব-ইশা) জমাও করা যায়, তবে এটি কসর করার থেকে আলাদা একটি বিধান। 
  • কাজা হওয়া সালাত: সফর অবস্থায় কোনো নামাজ কাজা হলে, পরে মুকিম হয়েও সেই নামাজ কসর হিসেবেই আদায় করতে হবে। 

Post your comments here:

Name:
Mobile:
Email:(Optional)

» Your comments will be displayed only after manual approval.