Discuss Forum
1. 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে'- কোন উপাখ্যানের অংশ?
- A. কালকেতু উপাখ্যান
- B. কালকেতু উপাখ্যান
- C. কালকেতু উপাখ্যান
- D. কালকেতু উপাখ্যান
Answer: Option D
Explanation:
"আমার সন্তান যেন থাকে দুধেভাতে" পংক্তিটি ভারতচন্দ্র রায়গুণাকরের 'অন্নদামঙ্গল' কাব্যের অন্তর্গত। এটি ঈশ্বরী পাটনী নামক এক মৎস্যজীবীর উক্তি, যিনি দেবী অন্নপূর্ণার কাছে এই বর প্রার্থনা করেছিলেন।
আরও বিশদভাবে, এই পংক্তিটি 'অন্নদামঙ্গল' কাব্যের একটি বিখ্যাত অংশ। কাব্যের একটি অংশে দেখা যায়, দেবী অন্নপূর্ণা ছদ্মবেশে ভবানন্দ মজুমদারের বাড়িতে এসেছেন। সেখানে ঈশ্বরী পাটনী নামে এক মৎস্যজীবী দেবী কে নৌকা পার করে দেন। দেবী তার পরিচয় প্রকাশ করলে, ঈশ্বরী দেবী তাকে প্রণাম করে তার সন্তান যেন দুধে-ভাতে থাকে সেই বর প্রার্থনা করেন। দেবীও তার মনোবাঞ্ছা পূর্ণ করেন।
Post your comments here: