Discuss Forum

1. সমস্ত নদীর অশ্রু অবশেষ বহ্মপুত্রে মেশে। উক্তিটি কার ও কোন রচনায়?

  • A. শামসুর রাহমান, 'ফেব্রুয়ারি ১৯৬৯'
  • B. শামসুর রাহমান, 'ফেব্রুয়ারি ১৯৬৯'
  • C. শামসুর রাহমান, 'ফেব্রুয়ারি ১৯৬৯'
  • D. শামসুর রাহমান, 'ফেব্রুয়ারি ১৯৬৯'

Answer: Option D

Explanation:

"সমস্ত নদীর অশ্রু অবশেষ ব্রহ্মপুত্রে মেশে" এই উক্তিটি সৈয়দ শামসুল হক এর "নুরুলদীনের কথা মনে পড়ে যায়" নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। 
এই কবিতাটিতে কবি স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী সময়ের প্রেক্ষাপটে দেশের মানুষের দুঃখ, কষ্ট এবং সেই দুঃখ থেকে মুক্তির আশার কথা তুলে ধরেছেন। 
আরও জানুন: 
  • লেখক: সৈয়দ শামসুল হক।
  • কবিতা: নুরুলদীনের কথা মনে পড়ে যায়।
  • মূলভাব: কবিতাটিতে নুরুলদীন নামক একটি চরিত্রের মাধ্যমে দেশের মানুষের মুক্তির জন্য অপেক্ষার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

Post your comments here:

Name:
Mobile:
Email:(Optional)

» Your comments will be displayed only after manual approval.