Discuss Forum

1. সম্প্রতি নাসার গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫-এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে -

  • A. 'টিম এসরো'। (চুয়েট) (সমকাল, অক্টোবর ১১, ২০২৫)
  • B. 'টিম এসরো'। (চুয়েট) (সমকাল, অক্টোবর ১১, ২০২৫)
  • C. 'টিম এসরো'। (চুয়েট) (সমকাল, অক্টোবর ১১, ২০২৫)
  • D. 'টিম এসরো'। (চুয়েট) (সমকাল, অক্টোবর ১১, ২০২৫)

Answer: Option A

Explanation:

নাসার গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫-এ বিশ্বজয় করল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। যুক্তরাষ্ট্রের স্পেস টিমস একাডেমি আয়োজিত এই প্রতprestigious প্রতিযোগিতায় ‘সিনিয়র’ ক্যাটাগরিতে চুয়েটের দল ‘টিম এসরো (Team ASRO)’ ৫০০-এর মধ্যে ৪৯৯.৮ নম্বর পেয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। শুধু তাই নয়, তারা ‘বেস্ট টিম ভিডিও’ ক্যাটাগরিতেও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

সাত দিনব্যাপী এই অনলাইন প্রতিযোগিতায় অংশ নেয় ১৫টির বেশি দেশের ৪০টিরও বেশি দল। চুয়েটের চার তরুণ—সজীব কুমার কর, শুভ আহমেদ, আদিল মুবাশশার ও সুদীপ্ত বণিক—এই গৌরবের নায়ক। তারা মহাকাশবিজ্ঞান, স্পেসক্রাফট ডিজাইন, রিমোট সেন্সিংসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অসাধারণ দক্ষতা প্রদর্শন করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন।

দলের সভাপতি সজীব কুমার কর বলেন,

  • “সীমিত সুযোগ-সুবিধা ও অর্থনৈতিক বাধা সত্ত্বেও কঠোর পরিশ্রম এবং দলগত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে।”

উপদেষ্টা অধ্যাপক সজল চন্দ্র বণিক মন্তব্য করেন,

  • “এটি শুধু চুয়েট নয়, বাংলাদেশের জন্যও এক অসাধারণ অর্জন, যা দেশের তরুণ প্রজন্মকে মহাকাশবিজ্ঞান ও গবেষণায় অনুপ্রাণিত করবে।”

এই সাফল্য প্রমাণ করেছে—বাংলাদেশের তরুণরাও চাইলে বিশ্বজয় সম্ভব।


Post your comments here:

Name:
Mobile:
Email:(Optional)

» Your comments will be displayed only after manual approval.