1 . একটি বাড়ির ওয়্যারিংয়ের কাজ শেষে যে পরীক্ষা করা হয়: কন্টিনিউটি টেস্ট (Continuity Test) ইন্সুলেশন রেজিস্ট্যান্স টেস্ট আর্থ টেস্ট (Earth Continuity Test) লোড টেস্ট বা ভোল্টেজ টেস্ট MCB ও সুইচের কার্যকারিতা পরীক্ষা কন্টিনিউটি টেস্ট পদ্ধতি: উদ্দেশ্য: এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়, সার্কিটে বিদ্যুৎ চলাচলের পথ সম্পূর্ণ আছে কি না (তার ছেঁড়া বা সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কিনা)। পদ্ধতি: বিদ্যুৎ সংযোগ বন্ধ করুন। মাল্টিমিটার বা টেস্টার মিটারকে ‘Continuity’ মোডে সেট করুন। মিটারটির দুটি প্রোব তার বা সার্কিটের দুই প্রান্তে সংযোগ দিন। সংযোগ ঠিক থাকলে মিটার ‘বিপ’ শব্দ দিবে বা স্কেলে মান দেখাবে। সংযোগ না থাকলে কোনো সাড়া দিবে না। উপসংহার: কন্টিনিউটি টেস্টের মাধ্যমে সার্কিটের ভেতরের তার ঠিকভাবে সংযুক্ত আছে কি না তা যাচাই করা হয়। এটি নিরাপদ ও কার্যকর ওয়্যারিং নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ।
-
Attach answer script
View Answer
|
Discuss in Forum
|
Workspace
|
Report
|