1 . গবেষণায় দেখা গিয়েছে যে, দু’জন যমজ শিশু সম্পূর্ণ দুটি ভিন্ন পরিবেশে বেড়ে উঠলেও তাদের চরিত্র, স্বাস্থ্য এবং জীবনের অভিজ্ঞতা একই রকম রয়ে যায়। ফলে গবেষকগণ সিদ্ধান্তে উপনীত হন যে, পরিবেশের চেয়ে বংশগতিই চরিত্র ও ব্যক্তিত্ব। গঠনে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচের কোন বাক্যটি উপরিউক্ত সিদ্ধান্তটিকে দুর্বল করে?
- A. দু’জন যমজকে একই পরিবেশে রাখা হলাে এবং তারা একই মূল্যবােধ ধারণ করলাে।
- B. দু’জন যমজকে একই সঙ্গে বেড়ে ওঠার সুযােগ কিন্তু তারা ভিন্ন মূল্যবােধ অনুয়ায়ী একই ব্যক্তিত্ব গঠন করলাে।
- C. দুজন যমজ আলাদা পরিবেশে বেড়ে উঠলাে এবং যাদের ব্যক্তিত্বে শুধুমাত্র আগ্রাসি মনােভাব ও কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন হলাে।
- D. দুজন জমকে কিছুদিন একসঙ্গে এবং কিছুদিন আলাদাভাবে রাখা হলাে যাদের ব্যক্তিত্বের কোন পরিবর্তন হলাে না।
|  View Answer |  Discuss in Forum |  Workspace |  Report | 
                                            প্রিমিয়াম প্ল্যান: ১ মাস
                                        
                                                99 ৳
                                            
                                        ৩০ দিনের জন্য সকল লাইভ এবং আর্কাইভ মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক ও লেকচার শিট সহ অ্যাপ এর প্রিমিয়াম  সব এক্সেস পাবেন।
                                        
                                    