1 . কোনটি নির্ভুল?
- A. দূরদশাগ্রস্ত
- B. দূর্দশাগ্রস্থ
- C. দুর্দশাগ্রস্ত
- D. দুর্দশাগ্রস্থ
![]() |
![]() |
![]() |
![]() |
2 . নিম্নে কোনটি নির্ভুল নয় ?
- A. ক্রয়কৃত পণ্যের ব্যয় = বিক্রত পণ্যের ব্যয় + সমাপনী মজুদ - প্রারম্ভিক মজুদ
- B. বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় - ক্রয়কৃত পণ্যের ব্যয় = প্রারম্ভিক মজুদ
- C. নীট বিক্রয় - বিক্রিত পণ্যের ব্যয়= মোট মুনাফা
- D. বিক্রিত পণ্যের খরচ = বিক্রয় যোগ্য পণ্যের খরচ - সমাপনী মজুদ
![]() |
![]() |
![]() |
![]() |
3 . বাক্য হিসেবে কোনটি নির্ভুল?
- A. আমি সন্তোষ হলাম
- B. বাংলাদেশ উন্নতশীল দেশ
- C. তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন
- D. সে অপমান হয়েছে
![]() |
![]() |
![]() |
![]() |
4 . পাঠ্যবইয়ের একটি নিবন্ধ থেকে নেয়া নিচের অনুচ্ছেদটি অনুধাবন করে প্রদত্ত প্রশ্নের উত্তর দাও।“চিন্তাভাবনা এবং কার্যকলাপে ভুল করা মানুষের পক্ষে শুধু যে স্বাভাবিক তাই নয়, অপরিহার্যও বটে। স্বাভাবিক এইজন্য যে মানুষ বড় দুর্বল, সর্বদা নানা ঘটনা ও পারিপার্শ্বিক অবস্থার সাথে সংগ্রামে জয়ী হতে পারে না। অপরিহার্য এইজন্য যে তাঁর জ্ঞান অতি সংকীর্ণ-কোনটি ভুল, কোনটি নির্ভুল তা নির্ধারণ করাই অনেক সময় কঠিন, এমনকি অসম্ভব হয়ে পড়ে। এখানে কেবল যে দুর্বলচেতা ও স্বল্পজ্ঞান মানুষের কথা বলছি তা নয়। এ মন্তব্য সবল-দুর্বল এবং অজ্ঞ-বিজ্ঞ-নির্বিশেষে সকলের পক্ষেই খাটে।"উপরোক্ত ভাষ্য যৌক্তিকভাবে অনুসরণ করলে নিচের কোন বক্তব্যটি সঠিক বলে সিদ্ধান্তে আসা যায়?
- A. জ্ঞানগত সীমাবদ্ধতার কারণে আশেপাশের বিবিধ প্রতিকূলতা মোকাবিলায় প্রতিনিয়ত মানুষ জিততে পারে না
- B. মৌলিকভাবে কমজোর হওয়ায় মানুষের জন্য চলার পথে সব বিভ্রম চিহ্নিত করা দুঃসাধ্য
- C. দুর্বল ও স্বল্পজ্ঞানী মানুষ আর সবল ও বিজ্ঞ মানুষ একই হারে ও মাত্রায় ভুল করে থাকে
- D. উপরের কোনটিই নয়
![]() |
![]() |
![]() |
![]() |