1 . নিচের কোনটি সরল বাক্য তা চিহ্নিত করুন।
- A. ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে অনুপস্তিত
- B. ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরের বাইরে আছে
- C. ইহাদের মত রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই
- D. ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই
![]() |
![]() |
![]() |
![]() |
সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-১৩.০১.২০০৭
More
প্রিমিয়াম প্ল্যান: ১ মাস
99 ৳
৩০ দিনের জন্য সকল লাইভ এবং আর্কাইভ মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক ও লেকচার শিট সহ অ্যাপ এর প্রিমিয়াম সব এক্সেস পাবেন।
2 . নিচের কোনটি সরল বাক্য?
- A. কর্মব্যস্তকে বিরক্ত করো না
- B. পৃথিবীতে কোন কিছুই অসম্ভব না।
- C. যেমনই কর্ম করিবে, তেমনই ফল পাবে।
- D. কোনোটিই নয়
![]() |
![]() |
![]() |
![]() |
B unit (২০২২-২০২৩)।। ১ম শিফট (18-05-2023) || 2023
More
3 . নিচের কোনটি সরল বাক্য
- A. সে এখানে এলো এবং বসে পড়ল।
- B. লোকটির নিরক্ষর, কিন্তু অজস্র নয়।
- C. পরিশ্রমীরা জীবনে সফল হয়।
- D. বিপদ ও দুঃখ একসাথে আসে।
![]() |
![]() |
![]() |
![]() |
বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ || নার্সিং(Nursing) ভর্তি পরীক্ষা || 2021
More
4 . নিচের কোনটি সরল বাক্য ?
- A. পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই তোমার পড়া উচিত
- B. তার টাকা আছে কিন্তু , দান করেন না ।
- C. যদিও তার টাকা আছে তথাপি তিনি দান করেন না ।
- D. এখন থেকেই তোমার পড়া উচিত , তবেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে ।
![]() |
![]() |
![]() |
![]() |
D ইউনিট : 2013-2014 || জগন্নাথ বিশ্ববিদ্যালয় || 2013
More
5 . নিচের কোনটি সরল বাক্যের উদাহারণ?
- A. তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি।
- B. যদিও তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি।
- C. তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি।
- D. বয়স বাড়লে কী হবে, তার তো বুদ্ধি বাড়েনি।
![]() |
![]() |
![]() |
![]() |
সিভিল সার্জনের কার্যালয়, ফেনী - স্বাস্থ্য সহকারী (20-06-2025) | 2025
More