4336 . প্রোটন সংখ্যার সংজ্ঞা লিখুন। অক্সিজেনের একটি পরমাণুতে কতটি পরমাণু আছে?

  • A. পরামণুর কেন্দ্রে অবস্থিত পারমাণবিক সংখ্যাকে সেই পরমাণুর প্রোটন সংখ্যা বলে। একে n দ্বারা প্রকাশ করা হয়। অক্সিজেনের একটি পরমাণুতে আটটি (৮) প্রোটন আছে।
View Answer
Favorite Question
Report
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More

4337 . এটম শব্দের অর্থ কি? এবং আইসোটপের বলতে কি বুঝায়?

  • A. এটম শব্দের অর্থ হলো পরমাণু। পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশ গ্রহণ করে। এদের স্বাধীন অস্তিত্ব নেই। যে সকল পরমাণূ বা মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ‍ভিন্ন তাদের আইসোটপ বলে। এরা একই মৌলের পরামণু
View Answer
Favorite Question
Report
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More

4338 . চুনের পানিত কার্বন ডাই -অক্সাইড চালনা করলে কি হয়?

  • A. চুনের পানিতে কার্বন ডাই-অক্সাইড চালানা করলে অদ্রবণীয় ক্যালসিয়াম দ্রবণীয় কার্বনেট তৈরি হয়। ফলে চুনের পানি ঘোলা হয়। কিন্তু অুতিরিক্ত কার্বনর ডাই অক্সাইড চালনা করলে দ্রবনীয় ক্যালসিয়াম বাই কার্বনেট তৈরি হয়্ ফলে ঘোরাটে ভাব দূর ঘটে।
View Answer
Favorite Question
Report
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More

4339 . প্রেসার কুকারে কররে শতকরা কত বাগ বিদ্রৎ সাশ্রয় হয়?

  • A. প্রেসার নকুকারে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় (120°)। স্বাভাবিক অবস্থায় চেয়ে (20°)তাপ বেশি পাওয়া যায়। কিন্তু প্রেসার কুকার বিদ্যুতের সাথে সম্পর্কিত নয়।
View Answer
Favorite Question
Report
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More

4340 . মানুষের পাকস্থলিতে কোণ এসিড থাকে?

  • A. মানুষের পাকস্থলিতে হাইড্রোক্লোরিক এসিড (HCl) থাকে
View Answer
Favorite Question
Report
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More

4341 . প্রতি সেকেন্ডে কৃত্রিম উপগ্রহের বেগ কত?

  • A. পৃথিবী থেকে প্রায় ২৫০ কিমি উপড়ে অবস্থিত হলে কোনো কৃত্রিম উপগ্রহের বেগ হবে ৮ কিলোমিটারে প্রতি সেকেন্ড
View Answer
Favorite Question
Report
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More

4342 . আলোর প্রতিসরন কি?

  • A. আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকবাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির বিভেদতলে িএর গতিবেগ পরিবর্তিত হয়। আলোক রশ্মির এভাবে দিক পরিবর্তন করার ঘটনাই হলো আলোর প্রতিসরণ।
View Answer
Favorite Question
Report
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More

4343 . শ্বেত বিপ্লব কোথায় , কত সালে সংঘটিত হয়েছিল?

  • A. শ্বে বিপ্লব সংঘটিত হয় ইরানে, ১৯৯৩ সালে।
View Answer
Favorite Question
Report
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More

4344 . বখতিয়ার খলজি কত সালে সালে বাংলা জয় করেন? তখন বাংলার রাজধানী কোথায় ছিল?

  • A. ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার করজি ১২০৪ সালে বাংলা জয় করেন। তখন বাংলার রাজধানী ছিল নদীয়া
View Answer
Favorite Question
Report
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More

4345 . উপকূল হতে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

  • A. ৫০ নটিক্যাল মাইল
  • B. ১০০ নটিক্যাল মাইল
  • C. ২০০ নটিক্যাল মাইল
  • D. ২৫০ নটিক্যাল মাইল
View Answer
Favorite Question
Report
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More

4346 . অমর্ত্য সেন বিশ্ববিদ্যালয় আচার্য ছিলেন?

  • A. অমর্ত্য সেন নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম আচার্য
View Answer
Favorite Question
Report
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More

4347 . ব্রিটিশ উপনিবেশ হয়েও কমনওয়েথের সদস্য এমন দশটি দেশের নাম লিখুন।

  • A. 10টি যথাক্রমে, যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, বাহরাইন, ইরাক, জর্ডান, সংযুক্ত আবর আমিরাদত , কাতার, কুয়েত, জিম্বাবুয়ে।
View Answer
Favorite Question
Report
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More

4348 . একই বস্তুকে চাঁদে নিয়ে গেলে তার ওজন

  • A. একই থাকবে
  • B. কমবে
  • C. বেড়ে যাবে
  • D. থাকবেই না
View Answer
Favorite Question
Report
খাদ্য অধিদপ্তর || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (17-02-2013)
More

4349 . ভূপৃষ্ঠে যে ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে

  • A. তামা
  • B. দস্তা
  • C. অ্যালুমিনিয়াম
  • D. পারদ
View Answer
Favorite Question
Report
খাদ্য অধিদপ্তর || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (17-02-2013)
More

View Answer
Favorite Question
Report
খাদ্য অধিদপ্তর || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (17-02-2013)
More