চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের জবাবে নিজস্ব প্রতিরক্ষা শক্তি জোরদারে ‘টি-ডোম’ নামে নতুন এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে তাইওয়ান। ইসরায়েলের বিখ্যাত ‘আয়রন ডোম’ মডেলের আদলে এই ব্যবস্থা নির্মিত হবে বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় দিবস উপলক্ষে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট লাই ছিং তে জানান,
- “শত্রুর যেকোনো আক্রমণ প্রতিরোধে বহুস্তরীয় ও উচ্চক্ষমতাসম্পন্ন এক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যা নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষায় নিরাপত্তার জাল হিসেবে কাজ করবে।”
তিনি আরও জানান, বছরের শেষ নাগাদ বিশেষ সামরিক বাজেট ঘোষণা করা হবে, যা প্রতিরক্ষা খাতে সরকারের অঙ্গীকারেরই প্রতিফলন।
রয়টার্সের তথ্যমতে, তাইওয়ানের এই নতুন উদ্যোগ চীনের সামরিক আগ্রাসন ও ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষিতে একটি কৌশলগত আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রধানত যুক্তরাষ্ট্রের ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র এবং দেশীয় ‘স্কাই বো’ ব্যবস্থার ওপর নির্ভরশীল।
‘টি-ডোম’ চালু হলে, তা তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও উন্নত করে তুলবে বলে বিশ্লেষকদের ধারণা।