4006 . "এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।" কবিতার পরের কোন লাইনটি সঠিক?
- A. এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
- B. পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
- C. দাদি যে তাওমার কত খুশি হত দেখিতিস যদি চেয়ে।
- D. আমারে ছাড়িয়া এত ব্যাথা যার কেমন করিয়া হায়,
- E. এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
![]() |
![]() |
![]() |
![]() |
Bangladesh Bank - Assistant Director - 2008
More
4007 . কোন লেখক ব্যাক্তিগত রচনাগুলো 'রৈবতক' ছদ্মনামে লিখতেন?
- A. অজিত দত্ত
- B. অজিতকুমার গুহ
- C. অজিতকুমার চক্রবর্তী
- D. অতীশ দীপঙ্কর
![]() |
![]() |
![]() |
![]() |
4008 . 'শান্তিপুরের কবি' বলা হয় কাকে?
- A. বিহারীলাল চক্রবর্তীকে
- B. মোজাম্মেল হককে
- C. রবীন্দ্রনাথ ঠাকুরকে
- D. স্বর্ণকুমারী দেবীকে
![]() |
![]() |
![]() |
![]() |
4009 . 'পাঠকের মৃত্যু' রচয়িতা বনফুলের প্রকৃত নাম---
- A. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
- B. তারাশঙ্কর বন্দোপাধ্যায়
- C. বুদ্ধদেব বসু
- D. বলাইচাঁদ মুখোপাধ্যায়
![]() |
![]() |
![]() |
![]() |
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-২৬.০১.২০০৭
More
4010 . বর্বর বলি যাহাদের গালি পাড়িল ক্ষুদ্রমনা, কূপ-মন্ডুক 'অসংযমী'র আখ্যা দিয়াছে যারে,- এর পরের লাইন কোনটি?
- A. ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।
- B. তারাই গাহিল নব প্রেম-গান ধরণী-মেরীর যীশূ-
- C. তারি তরে ভাই রচে যায়, বন্দনা করি তারে,
- D. আমি মরু কবি-গাহি সেই বেদে-বেদুঈনদের গান
- E. যাহারা করিল ধ্বংস সাধন পুন চঞ্চল মতি।
![]() |
![]() |
![]() |
![]() |
Bangladesh Bank - Assistant Director - 2008
More
4011 . ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'অতি অল্প হইল', 'আবার অল্প হইল' ইত্যাদি গ্রন্থগুলো কোন নামে প্রকাশ করেন?
- A. সাগর
- B. কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য
- C. কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য
- D. চন্দ্র
![]() |
![]() |
![]() |
![]() |
4012 . ব্রিটিশ সরকার কর্তৃক রবীন্দ্রনাথ কবে 'নাইট হুড' উপাধি পান?
- A. ১৯১৫ সালের ১ জুন
- B. ১৯১৫ সালের ৩ জুন
- C. ১৯১৫ সালের ২ জুন
- D. ১৯১৫ সালের ৫ জুন
![]() |
![]() |
![]() |
![]() |
4013 . 'কালকূট' ছদ্মনামে লিখতেন কোন লেখক?
- A. সত্যেন সেন
- B. সমরেশ মজুমদার
- C. সমরেশ বসু
- D. সত্যেন বসু
![]() |
![]() |
![]() |
![]() |
4014 . বসন্তরঞ্জন রায়ের উপাধি কি ছিল?
- A. রায়গুণাকর
- B. বিদ্বদ্বল্লভ
- C. মহামহোপাধ্যায়
- D. বিদ্যাবিনোদ
![]() |
![]() |
![]() |
![]() |
4015 . 'অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমাস সন্ধ্যা হলে, সারা গাঁও ধরি খুঁজিয়া ফিরিব তোরি নাম বলে বলে'- চরণ দুটি কার রচনা?
- A. আবু ইসহাক
- B. নজরুল ইসলাম
- C. বেগম রোকেয়া
- D. জসীমউদ্দীন
![]() |
![]() |
![]() |
![]() |
4016 . রাজশেখর বসুর ছদ্মনাম হলো?
- A. পরশুরাম
- B. নীললোহিত
- C. ভানুসিংহ
- D. গাজী মিয়া
![]() |
![]() |
![]() |
![]() |
4017 . 'এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়'- এই স্মরণীয় পঙ্ক্তি রচনা করেছেন--
- A. শামসুর রাহমান
- B. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
- C. আল মাহমুদ
- D. হেলাল হাফিজ
![]() |
![]() |
![]() |
![]() |
4018 . কার মৃত্যুশয্যায় রবীন্দ্রনাথ তার স্যার উপাধি ত্যাগ করা প্রতিবাদলিপিটি পাঠ করেন?
- A. কাদম্বরী দেবীর
- B. কবির মেয়ের
- C. রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর
- D. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
![]() |
![]() |
![]() |
![]() |
4019 . 'ওরা শহীদ ওরা আমার ভাই ওদের দানের তুলনা যে নাই' - চরণ দুটির রচয়িতা কে?
- A. শামসুর রাহমান
- B. মোহাম্মদ মনিরুজ্জামান
- C. সৈয়দ শামসুল হক
- D. আল মাহমুদ
![]() |
![]() |
![]() |
![]() |
4020 . 'কুচবরণ কন্যা' বন্দে আলী মিয়া রচিত---
- A. উপন্যাস
- B. নাটক
- C. শিশুতোষ গ্রন্থ
- D. কাব্যগ্রন্থ
![]() |
![]() |
![]() |
![]() |