166 . কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
- A. প্র
- B. পরা
- C. অপ
- D. সু
![]() |
![]() |
![]() |
![]() |
রাজশাহী বিশ্ববিদ্যালয় - A ইউনিট (মানবিক) (গ্রুপ-২) (২০২৪-২০২৫) (19-04-2025)
More
167 . বাস করিবার ইচ্ছা-
- A. বিবক্ষা
- B. বাসক্ষা
- C. বিবৎসা
- D. বিসৎসা
![]() |
![]() |
![]() |
![]() |
রাজশাহী বিশ্ববিদ্যালয় - A ইউনিট (মানবিক) (গ্রুপ-২) (২০২৪-২০২৫) (19-04-2025)
More
168 . 'কারক বিশ্লেষণ' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
- A. ধ্বনিতত্ত্ব
- B. রূপতত্ত্ব
- C. বাক্যতত্ত্ব
- D. অর্থতত্ত্ব
![]() |
![]() |
![]() |
![]() |
রাজশাহী বিশ্ববিদ্যালয় - A ইউনিট (মানবিক) (গ্রুপ-২) (২০২৪-২০২৫) (19-04-2025)
More
169 . 'বখতিয়ারের ঘোড়া'-এর রচয়িতা কে?
- A. ফররুখ আহমদ
- B. কাজী নজরুল ইসলাম
- C. শহীদ কাদরী
- D. আল মাহমুদ
![]() |
![]() |
![]() |
![]() |
রাজশাহী বিশ্ববিদ্যালয় - A ইউনিট (মানবিক) (গ্রুপ-২) (২০২৪-২০২৫) (19-04-2025)
More
170 . 'সে যেন এই …………………… মতো, আবৃত করিয়া ধরে কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না।' 'অপরিচিতা' গল্পের এই লাইনের শূন্যস্থানে বসবে
- A. ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির
- B. তারময়ী রাত্রির
- C. সবুজ প্রদোষের মিটমিটে আলোর
- D. আলোতে অন্ধকার মেশা স্বপ্নের
![]() |
![]() |
![]() |
![]() |
ঢাকা বিশ্ববিদ্যালয় - গার্হস্থ্য অর্থনীতি ইউনিট - শিক্ষাবর্ষ: ২০২৪-২০২৫ (03-05-2025) | ঢাকা বিশ্ববিদ্যালয় | 2025
More
171 . কোনটি কর্মধারয় সমাস?
- A. রক্তকমল
- B. ভালো-মন্দ
- C. হতশ্রী
- D. রাজপথ
![]() |
![]() |
![]() |
![]() |
রাজশাহী বিশ্ববিদ্যালয় - A ইউনিট (মানবিক) (গ্রুপ-২) (২০২৪-২০২৫) (19-04-2025)
More
172 . কিসের উপর সমাস নির্ভরশীল?
- A. সমস্তপদ
- B. সমস্যমান পদ
- C. ব্যাসবাক্য
- D. কোনোটিই নয়।
![]() |
![]() |
![]() |
![]() |
রাজশাহী বিশ্ববিদ্যালয় - A ইউনিট (মানবিক) (গ্রুপ-২) (২০২৪-২০২৫) (19-04-2025)
More
173 . কোন শব্দগুলো যথাসম্ভব একসাথে লিখতে হয়?
- A. সন্ধিবদ্ধ
- B. সমাসবদ্ধ
- C. প্রত্যয়বদ্ধ
- D. উপসর্গবদ্ধ
![]() |
![]() |
![]() |
![]() |
রাজশাহী বিশ্ববিদ্যালয় - A ইউনিট (মানবিক) (গ্রুপ-২) (২০২৪-২০২৫) (19-04-2025)
More
174 . কোন বানানটি সঠিক?
- A. অদ্ভুত
- B. অদ্ভূত
- C. ভূতুড়ে
- D. শোসন
![]() |
![]() |
![]() |
![]() |
রাজশাহী বিশ্ববিদ্যালয় - A ইউনিট (মানবিক) (গ্রুপ-২) (২০২৪-২০২৫) (19-04-2025)
More
175 . 'নন্দন' শব্দের সমার্থক শব্দ-
- A. শৈল
- B. পুত্র
- C. আদিত্য
- D. হিমাংশু
![]() |
![]() |
![]() |
![]() |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় — ই ইউনিট (চারুকলা অনুষদ) (২০২৪-২০২৫) | (31-01-2025)
More
176 . জীমুত শব্দের প্রতিশব্দ কী?
- A. সমুদ্র
- B. মেঘ
- C. পর্বত
- D. আকাশ
![]() |
![]() |
![]() |
![]() |
রাজশাহী বিশ্ববিদ্যালয় - A ইউনিট (মানবিক) (গ্রুপ-২) (২০২৪-২০২৫) (19-04-2025)
More
177 . অনুজ্ঞাসূচক বাক্য কোনটি?
- A. তুমি কি জ্ঞান হারা হয়েছো!
- B. এবার তুমি দাঁড়াও!
- C. যদি শৈশব ফিরে পেতাম!
- D. কী সুন্দর দৃশ্য!
![]() |
![]() |
![]() |
![]() |
রাজশাহী বিশ্ববিদ্যালয় - A ইউনিট (মানবিক) (গ্রুপ-২) (২০২৪-২০২৫) (19-04-2025)
More
178 . নিচের কোন বাক্যটি সবচেয়ে অর্থপূর্ণভাবে গঠিত হয়েছে ?
- A. বাঁধা পেয়েছিলাম বলেই আমার আর যাওয়া হয়নি
- B. বাধা পেয়েছিলাম বলেই আমার আর যাওয়া হয়নি
- C. বাঁধা পেয়েছিলাম বলেই আমার আর যাওয়া হইনি
- D. বাধা পেয়েছিলাম বলেই আমার আর যাওয়া হইনি
![]() |
![]() |
![]() |
![]() |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় — A ইউনিট (বিজ্ঞান) — সেশন: ২০২৪-২০২৫ (01-03-2025)
More
179 . নিচের কোন বাক্যটি সবচেয়ে অর্থপূর্ণভাবে গঠিত হয়েছে?
- A. সপরিবারে পলাতক নেতাদের সনামে-বেনামে বিপুল সম্পত্তি আছে
- B. সপরিবারে পলাতক নেতাদের স্বনামে-বেনামে বিপুল সম্পত্তি আছে
- C. স্বপরিবারে পলাতক নেতাদের স্বনামে-বেনামে বিপুল সম্পত্তি আছে
- D. স্বপরিবারে পলাতক নেতাদের সনামে-বেনামে বিপুল সম্পত্তি আছে
![]() |
![]() |
![]() |
![]() |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় — A ইউনিট (বিজ্ঞান) — সেশন: ২০২৪-২০২৫ (01-03-2025)
More
180 . পাঠ্যবইয়ের একটি নিবন্ধ থেকে নেয়া নিচের অনুচ্ছেদটি অনুধাবন করে প্রদত্ত প্রশ্নের উত্তর দাও।“চিন্তাভাবনা এবং কার্যকলাপে ভুল করা মানুষের পক্ষে শুধু যে স্বাভাবিক তাই নয়, অপরিহার্যও বটে। স্বাভাবিক এইজন্য যে মানুষ বড় দুর্বল, সর্বদা নানা ঘটনা ও পারিপার্শ্বিক অবস্থার সাথে সংগ্রামে জয়ী হতে পারে না। অপরিহার্য এইজন্য যে তাঁর জ্ঞান অতি সংকীর্ণ-কোনটি ভুল, কোনটি নির্ভুল তা নির্ধারণ করাই অনেক সময় কঠিন, এমনকি অসম্ভব হয়ে পড়ে। এখানে কেবল যে দুর্বলচেতা ও স্বল্পজ্ঞান মানুষের কথা বলছি তা নয়। এ মন্তব্য সবল-দুর্বল এবং অজ্ঞ-বিজ্ঞ-নির্বিশেষে সকলের পক্ষেই খাটে।"উপরোক্ত ভাষ্য যৌক্তিকভাবে অনুসরণ করলে নিচের কোন বক্তব্যটি সঠিক বলে সিদ্ধান্তে আসা যায়?
- A. জ্ঞানগত সীমাবদ্ধতার কারণে আশেপাশের বিবিধ প্রতিকূলতা মোকাবিলায় প্রতিনিয়ত মানুষ জিততে পারে না
- B. মৌলিকভাবে কমজোর হওয়ায় মানুষের জন্য চলার পথে সব বিভ্রম চিহ্নিত করা দুঃসাধ্য
- C. দুর্বল ও স্বল্পজ্ঞানী মানুষ আর সবল ও বিজ্ঞ মানুষ একই হারে ও মাত্রায় ভুল করে থাকে
- D. উপরের কোনটিই নয়
![]() |
![]() |
![]() |
![]() |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় — A ইউনিট (বিজ্ঞান) — সেশন: ২০২৪-২০২৫ (01-03-2025)
More