18841 . নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয়া হয়েছে? কাণ্ডারী এ তরীর পাকা মাঝি মাল্লা দাঁড়ি মুখে সারিগান-লা শরীক আল্লাহ।
- A. কাণ্ডারী হুঁশিয়ার
- B. খেয়াপারের তরনী
- C. সিন্ধুঃ প্রথম তরঙ্গ
- D. সিন্ধুঃ দ্বিতীয় তরঙ্গ
![]() |
![]() |
![]() |
![]() |
18842 . 'ধরণীর কোন এক দীনতম গৃহে যদি জন্মে প্রেয়সী আমার, সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ডার আমারি লাগিয়া।' -- লেখাটি কার?
- A. মোহিতলাল মজুমদার
- B. দীননাথ সেন
- C. রবীন্দ্রনাথ ঠাকুর
- D. কাজী নজরুল ইসলাম
![]() |
![]() |
![]() |
![]() |
18843 . দীনেশ্চন্দ্র সেনকে 'রায়বাহাদুর' উপাধিতে ভূষিত করেন কে?
- A. ভারত সরকার
- B. কলকাতা বিশ্ববিদ্যালয়
- C. বঙ্গীয় সাহিত্য পরিষদ
- D. সংস্কৃত কলেজ
![]() |
![]() |
![]() |
![]() |
18844 . "যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম। এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে"। উক্তিটি কোনটির অন্তর্গত?
- A. বিলাসী
- B. হৈমন্তী
- C. অর্ধাঙ্গিনী
- D. বৈকালী
- E. সৌদামিনী মালো
![]() |
![]() |
![]() |
![]() |
D ইউনিট : 2009-2010 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2009
More
18845 . "এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।" কবিতার পরের কোন লাইনটি সঠিক?
- A. এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
- B. পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
- C. দাদি যে তাওমার কত খুশি হত দেখিতিস যদি চেয়ে।
- D. আমারে ছাড়িয়া এত ব্যাথা যার কেমন করিয়া হায়,
- E. এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
![]() |
![]() |
![]() |
![]() |
Bangladesh Bank - Assistant Director - 2008
More
18846 . বহুদিন ধরে সাবান ছিলনা বলে আব্দুর রহমানের পাগড়ি ময়লা। কিন্তু আমার মনে হলো চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের হৃদয়'- কোন গ্রন্থের উদাহরণ?
- A. মুসাফির
- B. জলে-ডাঙ্গায়
- C. দেশে-বিদেশে
- D. শবনম
![]() |
![]() |
![]() |
![]() |
খাদ্য অধিদপ্তর || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (17-02-2013)
More
18847 . কোন লেখক ব্যাক্তিগত রচনাগুলো 'রৈবতক' ছদ্মনামে লিখতেন?
- A. অজিত দত্ত
- B. অজিতকুমার গুহ
- C. অজিতকুমার চক্রবর্তী
- D. অতীশ দীপঙ্কর
![]() |
![]() |
![]() |
![]() |
18848 . 'শান্তিপুরের কবি' বলা হয় কাকে?
- A. বিহারীলাল চক্রবর্তীকে
- B. মোজাম্মেল হককে
- C. রবীন্দ্রনাথ ঠাকুরকে
- D. স্বর্ণকুমারী দেবীকে
![]() |
![]() |
![]() |
![]() |
18849 . 'পাঠকের মৃত্যু' রচয়িতা বনফুলের প্রকৃত নাম---
- A. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
- B. তারাশঙ্কর বন্দোপাধ্যায়
- C. বুদ্ধদেব বসু
- D. বলাইচাঁদ মুখোপাধ্যায়
![]() |
![]() |
![]() |
![]() |
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-২৬.০১.২০০৭
More
18850 . 'মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি'। - কবিতার এই অংশ বিশেষের রচয়িতা---
- A. রবীন্দ্রনাথ ঠাকুর
- B. মোহাম্মদ মনিরুজ্জামান
- C. সত্যেন্দ্রনাথ দত্ত
- D. নির্মলেন্দু গুণ
![]() |
![]() |
![]() |
![]() |
E ইউনিট : ২০১২-২০১৩ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2012
More
18851 . 'জন্মই আমার আজন্ম পাপ'- উক্তিটি কার?
- A. কবির চৌধুরী
- B. তসলিমা নাসরিন
- C. শামসুর রাহমান
- D. জিয়া হায়দার
- E. দাউদ হায়দার
![]() |
![]() |
![]() |
![]() |
E ইউনিট : ২০১০-২০১১ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2010
More
18852 . কোন বানানটি শুদ্ধ?
- A. স্বায়ত্ব
- B. স্বায়াত্ব
- C. স্বায়ত্ত
- D. স্বাযত্ত্ব
![]() |
![]() |
![]() |
![]() |
খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক-২৫.০৫.২০১২
More
18853 . সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে?
- A. কমা
- B. ড্যাস
- C. সেমিকোলন
- D. হাইফেন
![]() |
![]() |
![]() |
![]() |
১৭ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (31-12-2022)
More
18854 . বর্বর বলি যাহাদের গালি পাড়িল ক্ষুদ্রমনা, কূপ-মন্ডুক 'অসংযমী'র আখ্যা দিয়াছে যারে,- এর পরের লাইন কোনটি?
- A. ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।
- B. তারাই গাহিল নব প্রেম-গান ধরণী-মেরীর যীশূ-
- C. তারি তরে ভাই রচে যায়, বন্দনা করি তারে,
- D. আমি মরু কবি-গাহি সেই বেদে-বেদুঈনদের গান
- E. যাহারা করিল ধ্বংস সাধন পুন চঞ্চল মতি।
![]() |
![]() |
![]() |
![]() |
Bangladesh Bank - Assistant Director - 2008
More
18855 . ‘জায়া’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
- A. অর্ধাঙ্গিনী
- B. কন্যা
- C. নন্দিনী
- D. ভগিনী
![]() |
![]() |
![]() |
![]() |