19621 . কাদটিতে বংশগতিকে স্বীকার করা হয়েছে এবং উপেক্ষা করা হয়েছে পরিবেশের প্রভাবকে ?
- A. ফল গুণে গােটা, বাপ গুণে বেটা
- B. যেমন গাদন তেমন নাদন
- C. বৃদ্ধিতে সকল ঘটে, কপালের সঙ্গে কেউ না আঁটে
- D. তাল প্রমাণ বাড়ে দুঃখ, তিল প্রমাণ কমে
![]() |
![]() |
![]() |
প্রিমিয়াম প্ল্যান: ১ মাস
99 ৳
৩০ দিনের জন্য সকল লাইভ এবং আর্কাইভ মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক ও লেকচার শিট সহ অ্যাপ এর প্রিমিয়াম সব এক্সেস পাবেন।
19622 . নিচের কোন বচনটি বিরােধবােধক নিয়ম (কোনাে কিছুই একই সময়ে হ্যাঁ এবং না হতে পারে না) লঙ্ঘন করেছে?
- A. শিয়ান ঘুঘুর ছাও, ফাঁদে দেয় না পাও
- B. যা না দেখেছি নয়নে, বিশ্বাস করি না তা গুরুর বচনে
- C. সুখ নয় ধনে, সুখ হয় ধনে
- D. কৃষ্ণ, কথা কয় না বকে, মধু হয় না বােলতার চাকে
![]() |
![]() |
![]() |
19623 . ‘কোনাে মানুষ নয় মরণশীল বাক্যটি সত্য প্রমাণিত হতে হলে নিচের কোন্ প্রকল্পটি সমর্থন হিসেবে কাজ করবে?
- A. অতীতের কিছু মানুষ মৃত্যুবরণ করেছে কিনা তা আমরা জানি না বিধায় কোনাে মানুষ নয় মরণশীল
- B. অতীতে মারা গিয়েছে, বর্তমানে মারা যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে মারা যাবে কিনা নিশ্চিত করে বলা যায় না, সুতরাং কোনাে মানুষ নয় মরণশীল
- C. বর্তমানে কিছু মানুষ মারা যাচ্ছে না সুতরাং কোনাে মানুষ নয় মরণশীল
- D. অতীতে কেউ মারা যায়নি সুতরাং কোনাে মানুষ নয় মরণশীল
![]() |
![]() |
![]() |
19624 . ন্যায় হচ্ছে শক্তিমানের স্বার্থ। ন্যায় অন্যায় ইত্যাদির নীতিবাচক শব্দ শক্তিমান অর্থাৎ শাসকের তৈরি। তাদের যা স্বার্থবহ তাকেই তারা ন্যায় বলে শাসিতের ওপর জবরদস্তিমূলকভাবে আরােপ করে। শাসিতের যে কাজ তাদের স্বার্থের পরিপন্থী। তাকে শক্তিমান শাসক অন্যায় বলে। এই অনুচ্ছেদটিতে কোন বাক্যটি সিদ্ধান্ত?
- A. ন্যায় হচ্ছে শক্তিমানদের স্বার্থ
- B. 'ন্যায়’ ‘অন্যায়' ইত্যাদি নীতিবাচক শব্দ শক্তিমান অর্থাৎ শাসকের তৈরি
- C. তাদের (শাসকের) যা স্বার্থবহ তাকেই তারা ন্যায় বলে শাসিতের ওপর জবরদস্তিমূলকভাবে আরােপ করে
- D. শাসিতের যে কাজ তাদের স্বার্থের পরিপন্থী তাকে শক্তিমান শাসক অন্যায় বলে
![]() |
![]() |
![]() |
19625 . শিয়া সম্প্রদায়ের শিয়া শব্দটি কোন অর্থে প্রয়ােগ করা হয়?
- A. ছােট অর্থে
- B. বড় অর্থে
- C. আব্বাসীয় সমর্থক অর্থে
- D. আলী (রা) এর সমর্থক অর্থে
![]() |
![]() |
![]() |
19626 . চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষকরা ভূমিদাসে পরিণত হয়। এ অবস্থা দীর্ঘকাল চলতে থাকে। বিশ শতকের প্রথমার্ধে এর বিরুদ্ধে প্রধানত বাংলায় গড়ে ওঠে শক্তিশালী-
- A. ওয়াহাবি আন্দোলন
- B. ফরায়েজি আন্দোলন
- C. প্রজা আন্দোলন
- D. স্বদেশী আন্দোলন
![]() |
![]() |
![]() |
19627 . কোন শব্দটি থেকে History শব্দটির উৎপত্তি?
- A. গ্রিক শব্দ Historia
- B. ইংরেজি শব্দ Historia
- C. রােমান শব্দ Historis
- D. ল্যাটিন শব্দ Historis
![]() |
![]() |
![]() |
C Unit (Set Code: A) 2019-20 || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় || 2020
More
19628 . মুষ্টিচাল হলাে-
- A. মুষ্টি ভরা চাল
- B. চাল মাপার উপায়
- C. রােজকার চাল সঞ্চয়ের ব্যবস্থা
- D. উত্তরবঙ্গের বিশেষ জাতের চাল
![]() |
![]() |
![]() |
19629 . “জাত গেল জাত গেল বলে, একি আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজী, সবই দেখি তা না না না”- লালন এই গানে কোন ব্যবস্থার প্রতিবাদ করেছেন?
- A. শ্রেণী বৈষম্যের
- B. বর্ণ বৈষম্যের
- C. লিঙ্গীয় বৈষম্যের
- D. কোনােটি নয়
![]() |
![]() |
![]() |
19630 . নারীকে অবদমনে নিম্নের কোন উক্তিটি সমাজে প্রচলিত-
- A. লজ্জা নারীর ভূষণ
- B. ‘চিড়া বল, দধি বল, ভাতের সমান না-খালা বল, মাসী বল, মায়ের সমান না’
- C. অতি লােভে তাঁতী নষ্ট
- D. যারে দেখতে নারী, তার চলন বাঁকা
![]() |
![]() |
![]() |
19631 . করিম বললেন, “আমাদের পূর্ব পুরুষেরা কিন্তু ইরান-তুরান থেকে এসেছেন” এ উক্তি দিয়ে তিনি কী বুঝিয়েছেন?
- A. তিনি অভিজাত মুসলমান পরিবারের সন্তান
- B. তিনি সুদর্শন
- C. তিনি একজন পরিব্রাজক গােত্রের
- D. তিনি অ-বাঙ্গালি
![]() |
![]() |
![]() |
19632 . ‘নায়র যাওয়া’ হলাে-
- A. বিয়ের পর স্বামীর বাড়ি থেকে স্ত্রীর বাবার বাড়িতে বেড়াতে যাওয়া
- B. বিয়ের পর স্বামী-স্ত্রীর বেড়াতে যাওয়া
- C. বিয়ের পরে নৌকা ভ্রমণ
- D. স্বামীর স্ত্রীর বাবা-মায়ের বাড়িতে স্বামীর বেড়ানাে
![]() |
![]() |
![]() |
19633 . নিচের কোনটি দেশীয় বাদ্যযন্ত্র নয়?
- A. ক্রামা
- B. সারি
- C. ডুগডুগি
- D. লাবা
![]() |
![]() |
![]() |
19634 . নিচের কোন ফুল উষ্ণ বর্ণের?
- A. রাধাচুরা
- B. টগর
- C. জুঁই
- D. অপরাজিতা
![]() |
![]() |
![]() |
19635 . পর্তুগিজদের পরে বাংলায় আসে-
- A. ওলন্দাজরা
- B. ইংরেজরা
- C. জার্মানরা
- D. উরাসিরা
![]() |
![]() |
![]() |