1096 . ১ মাইলে কত মিটার?
- A. ১৮৭০
- B. ১৬০৯
- C. ২৩০৯
- D. ১৭৭০
![]() |
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ ডাক বিভাগ ।। পোস্টাল অপারেটর (13-05-2023) || 2023
More
1097 . দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৫১ হলে বড় সংখ্যা কোনটি?
- A. ১২৬
- B. ১২০
- C. ১২৫
- D. ১৫০
![]() |
![]() |
![]() |
![]() |
সমবায় অধিদপ্তর ।। পরিদর্শক / প্রশিক্ষক (19-05-2023)
More
1098 . ১০০ টাকায় ৫০টি লেবু কিনে ১০০ টাকায় ২৫টি বিক্রয় করলে কত শতাংশ লাভ হবে
- A. 25%
- B. 100%
- C. 200%
- D. 20%
![]() |
![]() |
![]() |
![]() |
সমবায় অধিদপ্তর ।। পরিদর্শক / প্রশিক্ষক (19-05-2023)
More
1099 . ১৮ ও ৭২ এর গুণোত্তর গড় কোনটি?
- A. ৪
- B. ৬
- C. ৩৬
- D. ১৬
![]() |
![]() |
![]() |
![]() |
সমবায় অধিদপ্তর ।। পরিদর্শক / প্রশিক্ষক (19-05-2023)
More
1100 . ৫০ হতে ১০৩ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?
- A. ১০টি
- B. ১১টি
- C. ১২টি
- D. ১৩টি
![]() |
![]() |
![]() |
![]() |
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এডমিনিস্ট্রেশন অফিসার ও পার্সোনাল অফিসার-২৭.০৫.২০০৬
More
![]() |
![]() |
![]() |
![]() |
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (15-03-2024)
More
1102 . একটি ট্রেন ঘণ্টায় ৪৮ কি.মি. বেগে চলে। ট্রেনটি ২২০ মিটার প্লাটফর্ম ৩০ সেকেন্ডে অতিক্রম করতে পারে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
- A. ১৮০ মিটার
- B. ২০০ মিটার
- C. ২২০ মিটার
- D. ২৪০ মিটার
![]() |
![]() |
![]() |
![]() |
সমবায় অধিদপ্তর ।। পরিদর্শক / প্রশিক্ষক (19-05-2023)
More
1103 . একজন মাঝি দাঁড় বেয়ে ১৫ কি:মি: যেতে ও সেখান থেকে ফিরে আসতে ৪ ঘন্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণ ৫ কি: মি: যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে ৩ কি: মি: যায়। দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করুন।
- A. দাঁড়ের বেগ ৬ কি: মি:/ঘন্টা, স্রোতের বেগ ২ কি: মি:/ঘন্টা
- B. দাঁড়ের বেগ ৫ কি:— মি:/ঘন্টা, স্রোতের বেগ ৩ কি: মি:/ঘন্টা
- C. দাঁড়ের বেগ ৮ কি: মি:/ঘন্টা, স্রোতের বেগ ২ কি: মি:/ঘন্টা
- D. দাঁড়ের বেগ ১০ কি: মি:/ঘন্টা, স্রোতের বেগ ৪ কি: মি:/ঘন্টা
![]() |
![]() |
![]() |
![]() |
পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়- উত্তরাঞ্চল- রাজশাহী ।। পোস্টাল অপারেটর (20-05-2023) 2023
More
1104 . একটি শ্রেণিতে যতজন ছাত্র ছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠির সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট ৪২০ টাকা চাঁদা উঠল। ঐ শ্রেণির ছাত্র ছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল?
- A. ৩০ জন, ১৫ টাকা
- B. ২১ জন, ২০ টাকা
- C. ২৫ জন, ১৩ টাকা
- D. ৩২ জন, ১২ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়- উত্তরাঞ্চল- রাজশাহী ।। পোস্টাল অপারেটর (20-05-2023) 2023
More
1105 . ক, খ, গ এর মধ্যে ২৬০ টাকা এরুপে ভাগ করে দাও যেন ক এর অংশের ২ গুণ, খ এর অংশের ৩ গুণ এবং গ এর অংশের ৪ গুণ পরস্পর সমান হয়।
- A. ১৩০, ৭০, ৫০
- B. ১০০, ৩০, ৪৫
- C. ১২০, ৮০, ৬০
- D. ১১৫, ৪০, ৮০
![]() |
![]() |
![]() |
![]() |
পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়- উত্তরাঞ্চল- রাজশাহী ।। পোস্টাল অপারেটর (20-05-2023) 2023
More
1106 . কবির সাহেব তাঁর ৫৬০০০ টাকার কিছু টাকা বার্ষিক ১২% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক ১০% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর তিনি মোট ৬৪০০ টাকা মুনাফা পেলেন। তিনি ১২% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন?
- A. ৫৬,০০০ টাকা
- B. ৪০,০০০ টাকা
- C. ৪৩,০০০ টাকা
- D. ৫০,০০০ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক/হিসাবরক্ষণ কর্মকর্তা - 28.04.2017
More
1107 . ৬০ লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে অতিরিক্ত কি পরিমান পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
- A. ৮০ লিটার
- B. ৭০ লিটার
- C. ৬০ লিটার
- D. ৫০ লিটার
![]() |
![]() |
![]() |
![]() |
ডাক অধিদপ্তর || উপজেলা পোস্টমাস্টার (31-05-2024)
More
1108 . একজন ব্যক্তি ব্যাংকে ৪০০০ টাকা রেখে ৪ বৎসর পর দেখলে মুনাফাসহ ব্যাংকে ৫,২৮০ টাকা আছে। আর কত বছর পর সে তার একাউন্টে ৮,৮০০ টাকা দেখতে পাবে?
- A. ৮ বছর
- B. ১০ বছর
- C. ১২ বছর
- D. ১৫ বছর
![]() |
![]() |
![]() |
![]() |
পায়রা বন্দর কর্তৃপক্ষ ।। অফিস সহায়ক (20-05-2023)
More
1109 . একটি পন্য বিক্রয় করে পাইকারী বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতা ২০% লাভ করে। যদি পন্যটির খুচরা বিক্রয় মূল্য ৫৭৬ টাকা হয় তবে পাইকারী বিক্রেতার ক্রয়মূল্য কত?
- A. ২৫০ টাকা
- B. ৩০০ টাকা
- C. ৪০০ টাকা
- D. ৪৮০ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
কর্মসংস্থান ব্যাংক || সহকারী অফিসার (সাধারণ ও ক্যাশ) 19.11.2021
More
1110 . শুভ একটি নির্দিষ্ট স্থান হতে যাত্রা শুরু করে পশ্চিম দিকে ২২ মিটার হাটল। সে বামে ঘুরে ২০ মিটার হাটল। আবার বামে ২২ মিটার হাটার পর পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাটল। যাত্রাস্থান থেকে শুভ এখন কোন দিকে কত মিটার দূরে আছে?
- A. ৩২ মিটার দক্ষিণে
- B. ৮ মিটার উত্তরে
- C. ৩২ মিটার উত্তরে
- D. ৮ মিটার দক্ষিনে
![]() |
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ।। উপসহকারী প্রকৌশলি (26-05-2023)
More