1936 . অনুমিত সিদ্ধান্ত বা হাইপোথিসিস বলতে কী বোঝায়?
- A. একটি প্রস্তাবনা যার যথার্থতা নির্ধারণের জন্য পরীক্ষাধীনে আনা হয়
- B. একটি ধারাবাহিক প্রক্রিয়া যা গবেষণার একটি পদক্ষেপ
- C. একটি তাত্ত্বিক কাঠামো যা সমস্যা নির্ধারণে সহায়ক
- D. সমস্যার জন্য পদ্ধতি নির্ধারণের হাতিয়ার
![]() |
![]() |
![]() |
1937 . নিচের কোন বৈশিষ্ট্যের মাপকাঠিতে বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের স্বরূপ নির্ধারণ করা যায়?
- A. ধারণা, তথ্য ও উপাত্ত এবং যুক্তিনির্ভর
- B. প্রাচীন বিষয়, অভিজ্ঞতালব্ধ এবং তত্ত্ব সৃষ্টি করা
- C. সুনিয়ন্ত্রিত চিন্তা, অভিজ্ঞতাপ্রসূত এবং মানবকল্যাণমুখী শিক্ষা
- D. নির্ভরযোগ্য জ্ঞানভাণ্ডার বিশেষ, সুনির্দিষ্ট কাঠামো এবং এর সুশৃঙ্খল পদ্ধতি
![]() |
![]() |
![]() |
1938 . বৈজ্ঞানিক পদ্ধতিতে বিজ্ঞানী মূলত প্রাকৃতিক ও সামাজিক বিষয়কে যৌক্তিক ও সুনির্দিষ্টভাবে বিশ্লেষণ করে থাকে- i. প্রাকৃতিক বিষয় ii. সামাজিক বিষয় iii. আধ্যাত্মিক বিষয় নিচের কোনটি সঠিক?
- A. i ও ii
- B. i ও iii
- C. ii ও iii
- D. i ii ও iii
![]() |
![]() |
![]() |
1939 . পদ্ধতি বা পন্থা অনুসরণ করতে যে উপায় অবলম্বন করা হয় তাকে কী বলে?
- A. পন্থা
- B. কৌশল
- C. পদ্ধতি
- D. প্রযুক্তি
![]() |
![]() |
![]() |
1940 . বৈজ্ঞানিক পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য কী?
- A. কৃত্রিম
- B. অকৃত্রিম
- C. বস্তুনিষ্ঠ
- D. অবাস্তবসূত্র
![]() |
![]() |
![]() |
1941 . সমাজবিজ্ঞানকে একটি বিজ্ঞান বলা যায়, কেননা এখানে-
- A. সমাজকে নিয়ে গবেষণা করা যায়
- B. বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা যায়
- C. মানুষকে নিয়ে গবেষণা করা যায়
- D. সমাজ ও মানুষকে নিয়ে বিশ্লেষণ করা যায়
![]() |
![]() |
![]() |
1942 . দার্শনিক পদ্ধতিতে গবেষক কী ভূমিকা পালন করেন?
- A. দার্শনিকের ভূমিকা
- B. সমাজবিজ্ঞানীর ভূমিকা
- C. রাজনীতিবিদদের ভূমিকা
- D. নীতিবিদের ভূমিকা
![]() |
![]() |
![]() |
1943 . তুলনামূলক পদ্ধতিতে কী সমীক্ষা করা হয়?
- A. বিভিন্ন সমাজের মধ্যে তুলনা করা হয়
- B. বিভিন্ন ব্যক্তির মধ্যে তুলনা করা হয়
- C. বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তুলনা করা হয়
- D. গবেষকদের মধ্যে তুলনা করা হয়
![]() |
![]() |
![]() |
1944 . ঐতিহাসিক পদ্ধতি সমাজের কোন ঘটনা ব্যাখ্যা করে?
- A. অতীত সমাজের ঘটনা
- B. অতি প্রাচীন কালের ঘটনা
- C. মোঘল আমলের ঘটনা
- D. প্রত্নতত্ত্বের ঘটনা
![]() |
![]() |
![]() |
1945 . বিজ্ঞানভিত্তিক গবেষণার ধাপ কয়টি?
- A. ৪টি
- B. ৫টি
- C. ৬টি
- D. ৭টি
![]() |
![]() |
![]() |
1946 . পদ্ধতির ইংরেজি Method শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
- A. গ্রিক শব্দ
- B. জার্মান শব্দ
- C. আরবি শব্দ
- D. রোমান শব্দ
![]() |
![]() |
![]() |
1947 . যেসব ক্ষেত্রে পরীক্ষণ পদ্ধতির সাহায্য নেওয়া হয়- i. দুটি চলকের মধ্যকার সম্পর্কের রূপ প্রকৃতি সম্পর্কে কোনো কল্পনা করার জন্য ii. দুটি চলকের মধ্যকার সম্পর্কের রূপ প্রকৃতি যাচাই করার জন্য iii. দুটি চলকের মধ্যকার সম্পর্কের রূপ প্রকৃতি পরীক্ষা করে দেখার জন্য নিচের কোনটি সঠিক?
- A. i ও ii
- B. i ও iii
- C. ii ও iii
- D. i ii ও iii
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
1949 . বৈজ্ঞানিক নীতিমালার অন্তর্ভুক্ত- i. কার্যকরী বর্ণনা ii. নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ iii. নিশ্চিতকরণ নিচের কোনটি সঠিক?
- A. i ও ii
- B. i ও iii
- C. ii ও iii
- D. i ii ও iii
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |