7396 . নিচের কোন বাক্যটি শুদ্ধ?
- A. সমুদয় পক্ষীই নীড় বাঁধে
- B. চোরটি সব মালশুদ্ধ ধরা পড়েছে
- C. তার বৈমাত্রেয় সহোদর অসুস্থ্য
- D. এ বিষয়ে সকলে ঐক্যমত পোষণ করেন
![]() |
![]() |
![]() |
![]() |
৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011) || 2011
More
7397 . নিচের কোন বাক্যটি শুদ্ধ?
- A. স্কুল চলাকালীন সময়ে হর্ণটি বাজানো নিষেধ।
- B. স্কুল চলাকালীন সময়ে হর্ণ বাজানো নিষিদ্ধ ।
- C. স্কুল চলাকালীন হর্ণ বাজানো নিষেধ।
- D. স্কুল সময়ে হর্ণ বাজানো নিষিদ্ধ ।
![]() |
![]() |
![]() |
![]() |
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড || নিরাপত্তা প্রহরী (11-11-2023) || 2023
More
7398 . নিচের কোন বাক্যটি শুদ্ধ?
- A. কারো ফাগুন মাস , কারো সর্বনাশ
- B. সে প্রাণিবিদ্যায় দুর্বল
- C. আগত শনিবার কলেজ বন্ধ থাকবে
- D. বিধি লঙ্ঘিত হয়েছে
![]() |
![]() |
![]() |
![]() |
১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
More
7399 . নিচের কোন বাক্যটি শুদ্ধ?
- A. সূর্য উদয় হয়েছে?
- B. তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি
- C. যুক্তি খন্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
- D. বিধি লঙ্গন হয়েছে
![]() |
![]() |
![]() |
![]() |
অডিটর ১২.০৭.২০১৯
More
7400 . নিচের কোন বাক্যটি শুদ্ধ?
- A. পরোপকার মানুষত্বের পরিচায়ক
- B. আবশ্যক ব্যয়ে কাপূণ্যতা করা উচিত নয়
- C. দীনতা প্রশংসনীয় নয়
- D. বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে
![]() |
![]() |
![]() |
![]() |
7401 . নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?
- A. সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করেছেন।
- B. সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হয়নি।
- C. সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।
- D. সভাপতি প্রস্তাবটি অনুমোদন করেছেন।
![]() |
![]() |
![]() |
![]() |
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- LGED (হিসাব সহকারী) 26-02-2021
More
7402 . নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?
- A. আমি জানি তুমি নির্দোষ
- B. তার সৌজন্যবোধ অতুলনীয়
- C. আমি সাক্ষী দিতে পারব না
- D. আমার চাই একটি সমৃদ্ধ দেশ
![]() |
![]() |
![]() |
![]() |
D ইউনিট : 2014-2015 || জগন্নাথ বিশ্ববিদ্যালয় || 2014
More
7403 . নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?
- A. উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
- B. এ কথা প্রমাণিত হয়েছে।
- C. সব সভ্য এসেছেন।
- D. ইহার আবশ্যকতা নাই
![]() |
![]() |
![]() |
![]() |
আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা :বিজ্ঞান ইউনিট (বিজ্ঞান + মানবিক + ব্যবসা শিক্ষা শাখা) ২০২২-২৩ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2023
More
7404 . নিচের কোন বাক্যটি শুদ্ধ ?
- A. তার অন্তর অজ্ঞান সমুদ্রে নিমজ্জিত।
- B. নগদ বিক্রি পেটে ভাত বাকি বিক্রি পিঠে হাত।
- C. যারা স্ত্রী মেয়ে ছিল তখন তারা চড়ছে ঘোটক
- D. তিনি একজন ভাগ্যবান মহিলা।
![]() |
![]() |
![]() |
![]() |
ঘ ইউনিট ২০১৯-২০ || জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় || 2020
More
7405 . নিচের কোন বাক্যটি শুদ্ধ ?
- A. সাবধান পূর্বক চলবে
- B. একটি গোপন কথা বলি
- C. সূর্য উদয় হয়েছে
- D. গণিত খুব জটিল
![]() |
![]() |
![]() |
![]() |
BCSIC নিয়োগ পরীক্ষা - ২০১৮ পদ: এক্সটেনশন অফিসার তারিখ: ০৯-১১-২০১৮
More
7406 . নিচের কোন বাক্যটি শুদ্ধ ?
- A. তিনি স্বস্ত্রীক বিদেশে গেছেন
- B. ‘শেষের কবিতা’ একেখানি উৎকৃষ্ট কাব্যগ্রন্থ
- C. সকল ছাত্রই অমনোযোগী নয়
- D. পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি
![]() |
![]() |
![]() |
![]() |
৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)
More
7407 . নিচের কোন বাক্যটি শুদ্ধ ?
- A. ‘গীতাঞ্জলি’ পড়েছ কি ?
- B. এ কথা প্রমান হয়েছে।
- C. অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হরেন।
- D. আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।
![]() |
![]() |
![]() |
![]() |
৮ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (31-08-2012)
More
7408 . নিচের কোন বাক্যটি শুদ্ধ
- A. সে অগত্য শিকার হইল
- B. সে অগত্যা স্বীকৃত হইল
- C. সে অগত্যাঃ শিকার হইল
- D. সে অগত্যাঃ স্বীকৃত হইল
![]() |
![]() |
![]() |
![]() |
7409 . নিচের কোন বাক্যটি শুদ্ধ
- A. সে অগত্য শিকার হইল
- B. সে অগত্যা স্বীকৃত হইল
- C. সে অগত্যাঃ শিকার হইল
- D. সে অগত্যাঃ স্বীকৃত হইল
![]() |
![]() |
![]() |
![]() |
গ ইউনিট ১৯৯৭-১৯৯৮ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 1997
More
7410 . নিচের কোন বাক্যটি ভুল?
- A. যেমন বুনো কচু তেমনি বাঘা তেঁতুল ।
- B. ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।
- C. তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন ।
- D. আমার আর বাঁচার সাধ নেই।
![]() |
![]() |
![]() |
![]() |
0
More