বাংলা ভাষা গৌড়ী অপভ্রংশ থেকে তৈরি হইছে যার পূর্বসূরি হলো "পালি" ভাষা,অতএব বাংলা ভাষা ভ্রূণাবস্থায় পালির উপভাষা এবং নিষেকাবস্থায় পালি ছিলো এটা নিশ্চিতভাবে বলা যায়,সংস্কৃত কখনোই না।সংস্কৃত থেকে কোনোভাবেই বাংলার উৎপত্তি সম্ভব না।
বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বলে ।