4726 . মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে এ বিষয় টি উপস্থাপন করেন –
- A. স্টিফেন হকিং
- B. এডউইন হাবল
- C. ফ্রিডমান
- D. আইন স্টাইন
![]() |
![]() |
![]() |
4727 . মহাবিশ্বে কত ধরনের আকৃতির ছায়াপথ দেখা যায়?
- A. তিন
- B. দুই
- C. চার
- D. অসংখ্য
![]() |
![]() |
![]() |
সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2008-(10-10-2008)
More
4728 . মহাবিস্ফোরণ থিউরির প্রবক্তা কোন বিজ্ঞানী ?
- A. আইনস্টাইন
- B. নিউটন
- C. জর্জ লেমেটার
- D. স্টিফেন হকিং
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ রেলওয়ে || সহকারী লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২) (28-06-2024)
More
4729 . মা-এর রক্তে হেপাইটিস-বি (Hepatitis-B) ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত?
- A. ৩০ দিনের মধ্যে ভ্যাকসিন দিতে হবে
- B. ৭ দিন ইনকিউবেটরে রাখতে হবে
- C. জন্মের ১২ ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও এইচবিআইজি (HBIG) শট দিতে হয়
- D. জন্মের ১ মাস পর কেবলমাত্র (HBIG) শট দিতে হয়
![]() |
![]() |
![]() |
৩৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-12-2017)
More
4730 . মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয়?
- A. রেডিও
- B. রাডার
- C. গোয়েন্দা কাজে
- D. ক্যান্সার নির্ণয়ে
![]() |
![]() |
![]() |
কারিগরি শিক্ষা অধিদপ্তর ।। ইন্সট্রাক্টর (13-05-2023)
More
4731 . মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে -----
- A. ওয়েভ গাইডের মধ্য দিয়ে
- B. ভূমি ও আয়নোস্ফেয়ারের মধ্যে প্রতিফলন হতে হবে
- C. বিশেষ ধরনের ক্যাবলের মধ্য দিয়ে
- D. খোলামেলা জায়গার মধ্য দিয়ে সরল রেখায়
![]() |
![]() |
![]() |
১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
More
4732 . মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ -
- A. খাদ্য তৈরি করা
- B. বর্জ্য নির্গত করা
- C. শক্তি উৎপাদন করা
- D. খাদ্য মজুত করা
![]() |
![]() |
![]() |
ক ইউনিট ১৯৯৭-১৯৯৮ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 1997
More
4733 . মাইটোকন্ড্রিয়ার ভেতরের মেমব্রেন দ্বারা কেন্দ্রের দিকে সৃষ্ট ভাঁজগুলোকে বলা হয়-
- A. Microsomes
- B. Grana
- C. Ribosomes
- D. Cristae
![]() |
![]() |
![]() |
4734 . মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
- A. ৭০%
- B. ৭২%
- C. ৭৩%
- D. ৮০%
![]() |
![]() |
![]() |
২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (08-08-2003) || 2003
More
4735 . মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়-
- A. ক্রেবস চক্র
- B. অভিস্রবণ
- C. শোষণ
- D. সালোক্সসংশ্লেষণ
![]() |
![]() |
![]() |
4736 . মাইটোসিসে অপত্য নিউক্লিয়াস কয়টি তৈরি হয় ?
- A. দুইটি
- B. তিনটি
- C. চারটি
- D. পাঁচটি
![]() |
![]() |
![]() |
A ইউনিট : ২০০৭-২০০৮ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2007
More
4737 . মাকড়সার পা আছে ---
- A. ৪টি
- B. ৬টি
- C. ৮টি
- D. ১০টি
![]() |
![]() |
![]() |
4738 . মাছ অক্সিজেন নেয়-----
- A. মাঝে মাঝে পানির উপর নাক তুলে
- B. পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
- C. পটকার মধ্যে জমানো বাতাস হতে
- D. পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
![]() |
![]() |
![]() |
১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
More
4739 . মাটিতে অক্সিজেনের ঘাটতি হলে গাছের কোন ধরনের সমস্যা হয় ?
- A. গাছের মূল মারা যায়
- B. সালোকসংশ্লেষণ ব্যহত হয়
- C. খনিজ লবণ পরিশোষণ ব্যহত হয়
- D. গাছের প্রস্বেদন বৃদ্ধি পায়
![]() |
![]() |
![]() |
4740 . মাটিতে কত ভাগ পানি থাকা দরকার?
- A. ২০ ভাগ
- B. ২৫ ভাগ
- C. ৩০ ভাগ
- D. ৩৫ ভাগ
![]() |
![]() |
![]() |
সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2008-(10-10-2008)
More