691 . মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয়, কারণ-
- A. বায়ুমণ্ডলীয় চাপ কম থাকে
- B. বায়ুমণ্ডলীয় ঘনত্ব বেড়ে যায়
- C. বেশি পরিমান ধুলিকণা বায়ুমণ্ডলে থাকে
- D. মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়
![]() |
![]() |
![]() |
![]() |
প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2008-(চট্রগ্রাম বিভাগ-02) (16-04-2008)
More
692 . মোটরগাড়ির ইঞ্জিনকে ঠাণ্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয় কেন?
- A. ইঞ্জিনের তাপে পানি সহজেই বাষ্পীভূত হয়
- B. অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায়
- C. পানি সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ
- D. এ কাজের জন্য বিশুদ্ধ পানির প্রয়োজন হয় না
![]() |
![]() |
![]() |
![]() |
পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তর || সহকারী পরিচালক (11-04-2003)
More
693 . মৌমাছির লার্ভা দশা স্থায়ী হয়--
- A. ৩-৫ দিন
- B. ৬-৯ দিন
- C. ৪-৭ দিন
- D. ৮-১২ দিন
![]() |
![]() |
![]() |
![]() |
694 . মৌলিক রাশি কতটি?
- A. তিনটি
- B. পাঁচটি
- C. সাতটি
- D. চারটি
![]() |
![]() |
![]() |
![]() |
695 . ম্যানোমিটার ব্যবহার করা হয়-
- A. বেগ পরিমাপ করার জন্য
- B. চাপ পরিমাপ করার জন্য
- C. তাপমাত্রা পরিমাপ করার জন্য
- D. কোনটিই নয়
![]() |
![]() |
![]() |
![]() |
696 . ম্যালকোলজিতে নিচের কোনটি নিয়ে আলোচনা করা হয়?
- A. কীট-পতঙ্গ
- B. শামুক-ঝিনুক
- C. উভচর
- D. সরীসৃপ
![]() |
![]() |
![]() |
![]() |
697 . ম্যালেরিয়া জীবাণু হলো--
- A. এককোষী আণুবীক্ষণিক পরজীবী
- B. অকোষী আণুবীক্ষণিক পরজীবী
- C. বহুকোষী আণুবীক্ষণিক পরজীবী
- D. কোনটিই নয়
![]() |
![]() |
![]() |
![]() |
698 . যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন কে?
- A. ল্যাভয়সিয়ে
- B. রবার্ট কচ
- C. রোলান্ড রস
- D. লুই পাস্তুর
![]() |
![]() |
![]() |
![]() |
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-২৬.০১.২০০৭
More
699 . যখন কোন বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন-
- A. কমে
- B. বাড়ে
- C. অর্ধেক হয়
- D. একই থাকে
![]() |
![]() |
![]() |
![]() |
700 . যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-
- A. চন্দ্রগ্রহণ
- B. সূর্যগ্রহণ
- C. অমাবস্যা
- D. পূর্ণিমা
![]() |
![]() |
![]() |
![]() |
701 . যদি কোন স্থানে gravitational acceleration দ্বিগুণ করা হয়, তবে সেখানে বস্তুর ওজন-
- A. g/২গুণ বৃদ্ধি পাবে
- B. g গুণ বৃদ্ধি পাবে
- C. ২g গুণ কমবে
- D. ২g গুণ বৃদ্ধি পাবে
![]() |
![]() |
![]() |
![]() |
702 . যদি চন্দ্রে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে তবে তা পৃথিবীতে কতক্ষণে শুনা যাবে?
- A. তৎক্ষনাৎ
- B. ৬ সেকেন্ডে
- C. ৬০ মিনিটে
- D. কখনও শুনা যাবে না
![]() |
![]() |
![]() |
![]() |
703 . যন্ত্র থেকে প্রাপ্ত শক্তিকে কি বলে?
- A. তড়িৎ শক্তি
- B. আলোক শক্তি
- C. যান্ত্রিক শক্তি
- D. শব্দ শক্তি
![]() |
![]() |
![]() |
![]() |
704 . যানবাহনের কালো ধোয়া কিভাবে পরিবেশকে দূষিত করে?
- A. বাতাসে কার্বন-ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
- B. বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
- C. বাতাসে সালফার-ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
- D. বাতাসে ফ্লোরাইডের পরিমান বৃদ্ধি করে
![]() |
![]() |
![]() |
![]() |
705 . যে ইলেক্ট্রনিক বর্তনী পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে সরল একদিক প্রবাহী বিদ্যুৎ প্রবাহে পরিণত করে তাকে-বলে।
- A. মড্যুলেটর
- B. রেকটিফায়ার
- C. রেগুলেটর
- D. অ্যসিলেটর
![]() |
![]() |
![]() |
![]() |