1621 . একটি কোম্পানির চলতি মূলধন ৩০,০০০ টাকা এবং চলতি অনুপাত ৭ : ৩ হলে কোম্পানিটির চলতি সম্পদের পরিমাণ ____ টাকা হবে।
- A. ৯০,০০০
- B. ৭০,০০০
- C. ৫২,৫০০
- D. ২,১০,০০০
![]() |
![]() |
![]() |
![]() |
B unit (বাণিজ্য) শিফট-১ (২০২৩-২০২৪) || (07-03-2024) || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2024
More
1622 . একটি কোম্পানির চলতি দায় ৳২০,০০০ এবং চলতি অনুপাত ৫:২। ঐ কোম্পানির নীট কার্যকারী মূলধন হল-
- A. ৳৫০,০০০
- B. ৳৪০,০০০
- C. ৳৩০,০০০
- D. ৳৮,০০০
![]() |
![]() |
![]() |
![]() |
D ইউনিট : 2012-2013 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2012
More
![]() |
![]() |
![]() |
![]() |
গ ইউনিট (2009-2010) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2009
More
1624 . একটি কোম্পানির আয় বিবরণীতে কর পূর্ববর্তী মুনাফার পরিমাণ ৭,০০,০০০ টাকা এবং আয়কর ২,১০,০০০ টাকা দেখানো হয়েছে। কোম্পানিটি তার অগ্রাধিকার শেয়ারের উপর ৫০,০০০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে এবং ডিবেঞ্চারের ওপর ৩,০০,০০০ টাকা সুদ প্রদান করেছে। যদি কোম্পানিটির সারা বছর ধরে ১,০০,০০০ সাধারণ শেয়ার, ১০% ১০,০০০ অগ্রাধিকার শেয়ার এবং ১৫% ২০,০০০ ডিবেঞ্চার বিলিকৃত থাকে, তবে কোম্পানির শেয়ার প্রতি আয় কত হবে?
- A. ৪.৪০ টাকা
- B. ১.৯০ টাকা
- C. ৪.৯০ টাকা
- D. ৪.০০ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা : ২০২৩-২০২৪ (ব্যবসা শিক্ষা ইউনিট) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2024
More
1625 . একটি কোম্পানির অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা দরে ১,০০,০০০ শেয়ার। কোম্পানির ৩০,০০০ শেয়ার ৩,৬০,০০০ টাকায় এবং ৫০,০০০ শেয়ার ৬,৫০,০০০ টাকায় বিলি করে। শেয়ার বিলি বাবদ সব টাকা আদায় হয় । শেয়ার প্রিমিয়ামের টাকা কত ?
- A. ১,৪০,০০০ টাকা
- B. ২,১০,০০০ টাকা
- C. ৬০,০০০ টাকা
- D. ১,৫০,০০০ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
C ইউনিট : ২০০৫-২০০৬ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2005
More
1626 . একটি কোম্পানি ২,০০,০০০ টি পেন প্রতি একক ৪ টাকা দরে বিক্রয়ের পরিকল্পনা করেছে। যদি দত্তাংশ অনুপাত ২৫% এবং ঐ পরিমাণ বিক্রয় ব্রেক ইভেন বিন্দু হয়, তবে এর স্থির ব্যয় এর পরিমাণ কত?
- A. ১,০০,০০০ টাকা
- B. ১,৬০,০০০ টাকা
- C. ২,০০,০০০ টাকা
- D. ৩,০০,০০০ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
D ইউনিট : 2017-2018 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2017
More
1627 . একটি কোম্পানি বিনামূল্যে শেয়ার মালিকদের মধ্যে ৫:১ অনুপাতে নতুন শেয়ার বিতরণ করল। বন্টনকৃত এই শেয়ারকে বলা হয়?
- A. রাইট শেয়ার
- B. বোনাস শেয়ার
- C. অগ্রাধিকার শেয়ার
- D. সাধারণ শেয়ার
![]() |
![]() |
![]() |
![]() |
গ ইউনিট (2006-2007) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2006
More
1628 . একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে ৫ঃ১ অনুপাতে নতুন শেয়ার বিতরন করল। এ ধরনের শেয়ারের নাম কি-
- A. অধিকার শেয়ার
- B. বোনাস শেয়ার
- C. সাধারন শেয়ার
- D. স্থাপকের শেয়ার
![]() |
![]() |
![]() |
![]() |
1629 . একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে কিছু নতুন শেয়ার বিতরণ করল, যার মূল্য ৫০,০০০ টাকা । এটির জন্য হিসাবটির নাম কী ?
- A. অধিকার শেয়ার হিসাব
- B. বোনাস টু শেয়ারহোল্ডার
- C. অগ্রাধিকার শেয়ার
- D. সাধারণ শেয়ার
![]() |
![]() |
![]() |
![]() |
1630 . একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের নিকট অনুপাতে নতুন শেয়ার বিতরণ করল। এ ধরনের শেয়ারের নাম কী ?
- A. রাইট শেয়ার
- B. প্রাথমিক শেয়ার
- C. স্থাপকের শেয়ার
- D. বোনাস শেয়ার
![]() |
![]() |
![]() |
![]() |
C ইউনিট : ২০১৫-২০১৬ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2015
More
1631 . একটি কোম্পানি বিনামুল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে ৫ঃ১ অনুপাতে নতুন শেয়ার বিতরন করল। এ ধরনের শেয়ারের নাম কি?
- A. অধিকার শেয়ার
- B. বোনাস শেয়ার
- C. মালিকানা শেয়ার
- D. সাধারন শেয়ার
![]() |
![]() |
![]() |
![]() |
D ইউনিট : 2016-2017 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2016
More
1632 . একটি কোম্পানি একটি সংবাদপত্র অফিস হতে সংবাদপত্রে বিজ্ঞাপন ছাপানোর জন্য ২৫০ টাকা একটি বিল পায়, যা ১৫দিনের মধ্যে পরিশোধ করতে হবে । বিলটি পাওয়ার পরকোন জাবেদা লিখনটির প্রয়োজন হবে?
- A. ডেবিট বিজ্ঞাপন খরচ ২৫০ টাকা
- B. ডেবিট প্রাপ্য হিসাব ২৫০ টাকা
- C. ডেবিট বিজ্ঞাপন খরচ ২৫০ টাকা
- D. কেনো জাবেদার প্রয়োজন নাই
![]() |
![]() |
![]() |
![]() |
গ ইউনিট ১৯৯৮-১৯৯৯ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 1998
More
1633 . একটি কোম্পানি একখন্ড জমি ক্রয় করল। আনুমানিক আগামী ৫ বছরের মধ্যে কোম্পানিটি উক্ত জমিতে প্ল্যান্ট স্থাপন করবে। প্ল্যান্টটির নির্মাণপূর্ব এই ৫ বছর জমিটি অব্যবহৃত অবস্থায় থাকবে। আর্থিক বিবরণীতে জমিটি প্রদর্শন করতে হবে
- A. প্ল্যান্ট এ্যাসেট
- B. জমি ক্রয়
- C. দীর্ঘ মেয়াদি বিনোয়োগ
- D. অস্পর্শনীয় সম্পত্তি
![]() |
![]() |
![]() |
![]() |
C Unit : 2020-2021 || গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) || 2020
More
1634 . একটি কোম্পানি উদ্বৃত্তপত্র প্রস্তুতকালে হিসাব বিজ্ঞানের নিচের কোন ধারনাটি গণ্য করা যায় না?
- A. ঐতিহাসিক বংয় ধারনা
- B. চলমান প্রতিষ্ঠান ধারনা
- C. পূর্ণ-প্রকাশ ধারনা
- D. মিলকরণ নীতি
![]() |
![]() |
![]() |
![]() |
গ ইউনিট ২০১৮-২০১৯ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2018
More
1635 . একটি কোম্পানি আরএকটি কোম্পানি থেকে ৬০০ টাকার সরঞ্জাম নগদে ক্রয় করেছে। একটি কোম্পানি হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে?
- A. সম্পদ এবং দায় বৃদ্ধি
- B. সম্পদ এবং দায় হ্রাস
- C. মোট সম্পদে কোন পরিবর্তন হবে না
- D. দায়ে কোন পরিবর্তন হবেনা
![]() |
![]() |
![]() |
![]() |
গ ইউনিট (2006-2007) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2006
More