1651 . একটি অব্যসায়ী প্রতিষ্ঠানের মুলধন তহবিল সৃষ্টি হয়-
- A. প্রতিষ্ঠানের দায় অপেক্ষা আয়ের বাড়তি থেকে
- B. প্রতিষ্ঠানের খরচ অপেক্ষা বাড়তি থেকে
- C. প্রতিষ্ঠানের খরচ অপেক্ষা বাড়তি থেকে
- D. প্রতিষ্ঠানের মজুদ মজুদ নগদ থেকে
![]() |
![]() |
![]() |
![]() |
গ ইউনিট ২০০০-২০০১ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2000
More
1652 . একটি অব্যবসায়ী প্রতিষ্ঠান নিম্নের কোন হিসাবটি রাখেন না?
- A. আয়-ব্যয় হিসাব
- B. প্রাপ্তি ও পরিশোধ হিসাব
- C. লাভ-লোকসান বণ্টন হিসাব
- D. মূলধন তহবিল হিসাব
![]() |
![]() |
![]() |
![]() |
C ইউনিট : ২০০২-২০০৩ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2002
More
1653 . একটি অংশীদারি ব্যবসায়ে মি. জোবায়ের এবং মি. বাবুল দুইজন অংশীদার। তারা নিজেদের মধ্যে ৫ : ৪ অনুপাতে মুনাফা বণ্টন করেন। পরবর্তীতে তারা মি.জামিলকে ১/২ অংশ মুনাফা দেওয়ার চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করেন। বর্তমানে মি. জামিল, মি. বাবুল এবং মি. জোবায়েরের মুনাফার অনুপাত কত?
- A. ৯ : ৫ : ৪
- B. ৪ : ৫ : ৯
- C. ৯ : ২ : ৫
- D. ৯ : ৪ : ৫
![]() |
![]() |
![]() |
![]() |
C Unit (ব্যবসা শিক্ষা) || ২০২৩-২০২৪ (10-05-2024) || গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) || 2024
More
![]() |
![]() |
![]() |
![]() |
C Unit (ব্যবসা শিক্ষা)।। ২০২২-২০২৩ (27-05-2023) || গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) || 2023
More
![]() |
![]() |
![]() |
![]() |
C Unit : 2021-2022 || গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) || 2021
More
1656 . একজনের নিকট হতে চেক পেয়ে অন্যকে প্রদান করা হলে নগদান বহির কোন দিকে বসবে?
- A. ডেবিট
- B. ক্রেডিট
- C. ডেবিট এবং ক্রেডিট
- D. কোনটিই নয়
![]() |
![]() |
![]() |
![]() |
D ইউনিট : 2009-2010 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2009
More
1657 . একজন মালিক যার ১ জানুয়ারি ১৯৯০ তারিকে সম্পত্তি ছিল ৫০,০০০ টাকার ওি দায় ছিল ২৫,০০০ টাকার এবং ৩১ ডিসেম্বর ১৯৯০ তারিখে ৬৫,০০০ সম্পত্তি ও ১৭,০০০ টাকার দায়। সেই বৎসরের মুনাফা অর্জন করে-
- A. ২৫,০০০ টাকা
- B. ৮,০০০ টাকা
- C. ২৩,০০০ টাকা
- D. ৭৩,০০০ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
গ ইউনিট ১৯৯১-১৯৯২ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 1991
More
1658 . একজন মনিহারী দোকানদারের হিসাবের বইতে বাকীতে মনিহারী দ্রব্য ক্রয় করার জন্য জাবেদা লিখন হবে-
- A. মনিহারী হিসাব ডেবিট ; পাওনাদার হিসাব ক্রেডিট
- B. ক্রয় হিসাব ডেবিট ; প্রদেয় হিসাব ক্রেডিট
- C. প্রদেয় হিসাব ডেবিট ; মনিহারী হিসাব ক্রেডিট
- D. মনিহারী হিসাব ডেবিট ; প্রদেয় হিসাব ক্রেডিট
![]() |
![]() |
![]() |
![]() |
C ইউনিট : ২০১৭-২০১৮ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2017
More
1659 . একজন ব্যবসায়ী ৫০ ইউনিট উৎপাদনে করতে নিম্নোক্ত খরচগুলো করেছে; কাঁচামাল ৩,০০০ টাকা, মজুরি ১,০০০ টাকা, কারখানা উপরিব্যয় কাঁচামালের ২০% এবং বিক্রয় করলে মোট ব্যয়ের ২০% লাভ হবে?
- A. ১০০ টাকা
- B. ১০৪ টাকা
- C. ১১৪ টাকা
- D. ১২৪ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
গ ইউনিট (2001-2002) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2001
More
1660 . একজন ব্যবসায়ী সাধারণত -
- A. কারবারী বাট্রা পেলে নগদ বাট্রা পায় না
- B. যে কোন একটি মাত্র বাট্রা গ্রহণ করতে পারে
- C. কারবারী বাট্রা ও নগদ বাট্রা উভয়টি পেতে পারে
- D. নগদ বাট্রা পেতে হলে তাকে অবশ্যই কারবারী বাট্রা পরিত্যাগ করতে হবে
![]() |
![]() |
![]() |
![]() |
C ইউনিট : ২০০৮-২০০৯ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2008
More
1661 . একজন ব্যবসায়ী তার ব্যক্তিগত কম্পিউটারটি ব্যবসায়ে ব্যবহারের জন্য নিয়ে আসেন । এর জন্য কোন দাখিলাটি সঠিক ?
- A. কোন দাখিলার প্রয়োজন নাই
- B. অফিস সরঞ্জাম হিসাব ডেবিট; নগদান হিসাব ক্রেডিট
- C. অফিস সরঞ্জাম হিসাব ডেবিট; প্রাপ্য হিসাব ক্রেডিট
- D. অফিস সরঞ্জাম হিসাব ডেবিট; মূলধন হিসাব ক্রেডিট
![]() |
![]() |
![]() |
![]() |
C ইউনিট : ২০১৫-২০১৬ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2015
More
1662 . একজন ব্যবসায়ী অস্পূর্ণ হিসাবরাকে। ১৯৯৫ সনের মুরতে তার মূলধন চির ৫৬,০০০ টাকা। ১৯৯৫ সনের শেষে তার মূলধন হিসাবে জের দাঁড়ায় ১,২০,০০০ টাকা। ঐ বছরে ব্যবসায়ী ব্যবসায়ে ৩০,০০০ টাকার একটি যন্ত্র সরবরাহ করে এবং ১৪,০০০ টাকা মূলের দ্রব্য নিচের ব্যবহারের জন্য ব্যবসায় হতে উত্তোলন করে। ১৯৯৫ সনে কত টাকা মুনাফা অথবা ক্ষতি হয়েছে?
- A. ৬৪,০০০ টাকা
- B. ৮০,০০০ টাকা
- C. ৪৮,০০০টাকা
- D. ২০, ০০০ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
গ ইউনিট ১৯৯৫-১৯৯৬ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 1995
More
1663 . একজন প্রস্তুতকারক ২০০২ সালে ১৫,৬০০ একক পণ্য উৎপাদনের জন্য নিম্নলিখিত খাতে ব্যয় করে; ক) প্রত্যক্ষ কাঁচামাল উপরি ব্যয় ১০,৫০০ টাকা খ) প্রত্যক্ষ মজুরি ২১,০০০ টাকা গ) উৎপাদন উপরি ব্যয় ১৫,৩০০ টাকা ঘ) প্রশাসনিক উপরিব্যয় ১৫,৬০০ টাকা ঙ) বিক্রয় উপরিব্যয় ৩১,২০০ টাকা। একক প্রতি উৎপাদন ব্যয় কত?
- A. ৪,০০ টাকা
- B. ৬,০০ টাকা
- C. ৩,০০ টাকা
- D. ৩.০২ টাকা
![]() |
![]() |
![]() |
![]() |
গ ইউনিট (2002-2003) || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2002
More
1664 . একজন জিসাবরক্ষক সম্পদ হিসাবকে ১,২০০ টাকা দ্বারা ডেবিট এবয় দায় হিসাবকে ৫০০ টাকা দ্বারা ক্রেডিট করলো । লেনদেন সমীকরণ মিলকরণের জন্য নিচের কোনটি অবশ্যই করণীয়?
- A. ডেবিট মালকাসাস্বত্ব ৭০০ টকা
- B. ডেবট সম্পদ হিসাব ৭০০ টাকা
- C. ক্রেডিট সম্পদ হিসাব ৭০০ টাকা
- D. কোন জাবেদার প্রয়োজন নেই
![]() |
![]() |
![]() |
![]() |
C ইউনিট : 2017-2018 || জগন্নাথ বিশ্ববিদ্যালয় || 2017
More
1665 . একজন আসবাবপত্র ব্যবসায়ী নিজের অফিসের ব্যবহারের জন্য নগদে চেয়ার ও টেবিল ক্রয় করে । এর জন্য কোন দাখিলাটি সঠিক ?
- A. ক্রয় হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট
- B. ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট
- C. আসবাবপত্র হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট
- D. আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট
![]() |
![]() |
![]() |
![]() |
C ইউনিট : ২০১৪-২০১৫ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2014
More