4366 . এভারেস্ট পর্বতের উপর পানি ফুটতে থাকে-

  • A. ৭০°ফাঃ উষ্ণতায়
  • B. ১০০°সেঃ উষ্ণতায়
  • C. ৭০°সেঃ উষ্ণতায়
  • D. ৭০°রোমার উষ্ণতায়
View Answer
Favorite Question

4367 . তাপ পরিবাহকত্বের মান নির্ভর করে-

  • A. পরিবাহকের দৈর্ঘ্য
  • B. পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
  • C. পরিবাহকের আয়তন
  • D. পরিবাহকের উপাদান
View Answer
Favorite Question

4368 . আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন?

  • A. মেঘ তাপরোধী পদার্থ
  • B. মেঘ তাপ গ্রহণ করে
  • C. ভূ-পৃষ্ঠ তাপ বিকিরণ করে
  • D. জলীয় বাষ্প ঘনীভূত হয়
View Answer
Favorite Question
অর্থ মন্ত্রণালয় || প্রশাসনিক কর্মকর্তা (24-12-2004)
More

4369 . ক্লিনিক্যাল থার্মোমিটার কোন স্কেল ব্যবহার করা হয়?

  • A. ফারেনহাইট
  • B. সেন্টিগ্রেড
  • C. কেলভিন
  • D. র‌্যাঙ্কিন
View Answer
Favorite Question

4370 . এস.আই পদ্ধতিতে তাপের একক কি?

  • A. জুল
  • B. র‌্যানকিন
  • C. কেলভিন
  • D. সেলসিয়াস
View Answer
Favorite Question
গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২৬.০৮.২০১১
More

4371 . ভিজা কাপড় গায়ে দেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ

  • A. ভিজা কাপড়ে শরীরে ঠাণ্ডা লাগে
  • B. সর্দি কাশি হওয়ার সম্ভবনা থাকে
  • C. কাপড়ের পানি শরীরের জন্য ভাল নয়
  • D. কাপড়ের পানি বাষ্পীভবনের সময় শরীর হতে তাপ গ্রহণ করে
View Answer
Favorite Question

4372 . একটি শূন্য পাত্রকে আঘাত কলে ভরা পাত্রের চেয়ে বেশি শব্দ হয়, কারণ-

  • A. শব্দ পাত্রের বাতাসের ভিতর দিয়ে দ্রুতবেগে প্রবাহিত হয় বলে
  • B. বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার কম হয় বলে
  • C. বাতাসে শব্দ তরঙ্গের বিতস্তার বেশি হয় বলে
  • D. শব্দ কম্পাঙ্ক ও পাত্রের কম্পাঙ্ক মিলে একত্রে প্রতিধ্বনি সৃষ্টি করে বলে
View Answer
Favorite Question

4373 . প্রতিধ্বনি-

  • A. সব সময়ই মূল শব্দের চেয়ে জোরালো হয়
  • B. উৎস থেকে উৎপন্ন দ্বিতীয় পর্যায়ের অগ্রসরমান শব্দতরঙ্গ
  • C. দ্বিতীয় কোন মাধ্যম দ্বারা শব্দতরঙ্গের প্রতিফলনের ফলে সৃষ্ট শব্দ
  • D. সবসময় মূল শব্দ যেদিকে ভ্রমণ করে সেদিকে সঞ্চারিত হয়
View Answer
Favorite Question

4374 . শব্দের গতি ঘন্টায়-

  • A. ৭৫৭ মাইল
  • B. ১১৫৭ মাইল
  • C. ২০৫৭ মাইল
  • D. ৩৮৫৭ মাইল
View Answer
Favorite Question
মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর-২০.০৬.২০১৪ || 2014
More

4375 . আকাশে বিদ্যুৎ চমকাইবার কিছু পরে তার শব্দ শোনা যায় কেন?

  • A. শব্দের চাইতে আলোর গতি বেশি বলে
  • B. আসার পথে শব্দের গতি আলোর গতির চেয়ে বেশি বাধা পায় বলে
  • C. শব্দের উৎপত্তি কিছু পরে হয় বলে
  • D. পৃথিবী হইতে আলোর উৎস অনেক নিকটে বলে
View Answer
Favorite Question

4376 . শুন্য মাধ্যমে শব্দের বেগ কত-

  • A. ২৮০ m/s
  • B. ০
  • C. ৩৩২ m/s
  • D. ১১২০ m/s
View Answer
Favorite Question

View Answer
Favorite Question
সমাজকল্যাণ মন্ত্রণালয় || সমাজসেবা অধিদপ্তর || উপসহকারী পরিচালক/সহকারী ব্যবস্থাপক (05-05-2005)
More

দুর্নীতি দমন ব্যুরো || পরিদর্শক (07-02-2003)
More

4379 . চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?

  • A. চাঁদে কোন জীবন নেই তাই
  • B. চাঁদে কোন পানি নেই তাই
  • C. চাঁদে বায়ুমণ্ডল নেই তাই
  • D. চাঁদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা কম তাই
View Answer
Favorite Question
সিজিডিএফ (ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট) || জুনিয়র অডিটর- 01-04-2022
More

4380 . বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় দিক নির্ণয় করে?

  • A. চোখে দেখে
  • B. ঘ্রাণ শক্তির মাধ্যমে
  • C. আলট্রাসনিক শব্দের মাধ্যমে
  • D. সবগুলোই ঠিক
View Answer
Favorite Question