1216 . আলোর প্রতিসরন কি?
- A. আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকবাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির বিভেদতলে িএর গতিবেগ পরিবর্তিত হয়। আলোক রশ্মির এভাবে দিক পরিবর্তন করার ঘটনাই হলো আলোর প্রতিসরণ।
![]() |
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More
1217 . প্রতি সেকেন্ডে কৃত্রিম উপগ্রহের বেগ কত?
- A. পৃথিবী থেকে প্রায় ২৫০ কিমি উপড়ে অবস্থিত হলে কোনো কৃত্রিম উপগ্রহের বেগ হবে ৮ কিলোমিটারে প্রতি সেকেন্ড
![]() |
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More
1218 . মানুষের পাকস্থলিতে কোণ এসিড থাকে?
- A. মানুষের পাকস্থলিতে হাইড্রোক্লোরিক এসিড (HCl) থাকে
![]() |
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More
1219 . প্রেসার কুকারে কররে শতকরা কত বাগ বিদ্রৎ সাশ্রয় হয়?
- A. প্রেসার নকুকারে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় (120°)। স্বাভাবিক অবস্থায় চেয়ে (20°)তাপ বেশি পাওয়া যায়। কিন্তু প্রেসার কুকার বিদ্যুতের সাথে সম্পর্কিত নয়।
![]() |
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More
1220 . চুনের পানিত কার্বন ডাই -অক্সাইড চালনা করলে কি হয়?
- A. চুনের পানিতে কার্বন ডাই-অক্সাইড চালানা করলে অদ্রবণীয় ক্যালসিয়াম দ্রবণীয় কার্বনেট তৈরি হয়। ফলে চুনের পানি ঘোলা হয়। কিন্তু অুতিরিক্ত কার্বনর ডাই অক্সাইড চালনা করলে দ্রবনীয় ক্যালসিয়াম বাই কার্বনেট তৈরি হয়্ ফলে ঘোরাটে ভাব দূর ঘটে।
![]() |
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More
1221 . এটম শব্দের অর্থ কি? এবং আইসোটপের বলতে কি বুঝায়?
- A. এটম শব্দের অর্থ হলো পরমাণু। পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশ গ্রহণ করে। এদের স্বাধীন অস্তিত্ব নেই। যে সকল পরমাণূ বা মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের আইসোটপ বলে। এরা একই মৌলের পরামণু
![]() |
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More
1222 . প্রোটন সংখ্যার সংজ্ঞা লিখুন। অক্সিজেনের একটি পরমাণুতে কতটি পরমাণু আছে?
- A. পরামণুর কেন্দ্রে অবস্থিত পারমাণবিক সংখ্যাকে সেই পরমাণুর প্রোটন সংখ্যা বলে। একে n দ্বারা প্রকাশ করা হয়। অক্সিজেনের একটি পরমাণুতে আটটি (৮) প্রোটন আছে।
![]() |
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More
1223 . মূলের অগ্রভাগে কোন বিভাজন ঘটে?
- A. উদ্ভিদের মূলের অগ্রভাগে, কান্ড, ভ্রুনমুকুল ইত্যাদিদে মাইটোসিস বিভাজন ঘটে। মাইটোসিস প্রক্রিয়ায় প্রকৃত কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়।
![]() |
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More
1224 . জিন তত্ত্বের জনক কে?
- A. জিন তত্ত্বের জনক হলেন গ্রেগর জোহান মেন্ডেল। দিগনি অস্ট্রিয়ার অধিবাসী |
![]() |
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More
1225 . আমাদের অস্ত্রে কোন পর্বের প্রাণীরা বাস করতে পারে?
- A. আমাদের অন্ত্রে প্রধানত দুই পর্বের প্রাণীরা বসবাস করতে পরে। পর্ব দুইটি হল- প্লাটিহেলমিন্থেস ও নেমাটোডা
![]() |
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ রেলওয়ে ।। বুকিং সহকারী (গ্রেড-২) (25-11-2016)
More
1226 . কাপড় কাচার সোডা কোনটি?
- A. K 2 C O 3
- B. C a C O 3
- C. N a 2 C O 3
- D. L i 2 C O 3
![]() |
![]() |
![]() |
![]() |
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় || প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (04-14-2006)
More
1227 . কোনটি নোবল গ্যাস নয়?
- A. হিলিয়াম
- B. ওজোন
- C. আর্গন
- D. নিয়ন
![]() |
![]() |
![]() |
![]() |
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় || প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (04-14-2006)
More
1228 . ইস্ট কী?
- A. একটি ভাইরাস
- B. একটি ব্যাকটেরিয়া
- C. একটি ছত্রাক
- D. একটি অ্যালগি
![]() |
![]() |
![]() |
![]() |
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় || প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (04-14-2006)
More
1229 . কোন গ্যাস এসিড বৃষ্টির জন্য দায়ী?
- A. N O 2
- B. S O 2
- C. C O 2
- D. NO
![]() |
![]() |
![]() |
![]() |
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় || প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (04-14-2006)
More
1230 . কোন কোষে নিউক্লিয়াস থাকে না?
- A. লোহিত রক্তকণিকা
- B. স্পার্ম
- C. ডিম্বাণু
- D. লিভার কোষ
![]() |
![]() |
![]() |
![]() |
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় || প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (04-14-2006)
More