706 . একটি কুকুর একটি শৃগালের ৫০০ মিটার পেছন “ থেকে তাড়া করলো। যদি ১ কি. মি. যেতে শৃগালের ১০ মিনিট এবং কুকুরের ৬ মিনিট লাগে তবে কতক্ষণ পর কুকুর শৃগালকে ধরতে পারবে?
- A. ৭.৫ মিনিট
- B. ১০ মিনিট
- C. ৮.৫ মিনিট
- D. ১৫ মিনিট
![]() |
![]() |
![]() |
![]() |
আইন-বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় || সহকারী সচিব (ড্রাফটিং)-গোলাপ (24-10-2005)
More
![]() |
![]() |
![]() |
![]() |
৪৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (26-04-2024)
More
708 . একটি কপিকল সিস্টেমে দড়ির সংখ্যা যত বেশি হয়, এর যান্ত্রিক সুবিধা তত—
- A. কমে
- B. বাড়ে
- C. অপরিবর্তিত থাকে
- D. প্রথমে বাড়ে তারপর কমে
![]() |
![]() |
![]() |
![]() |
709 . একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
- A. ৯৬ মিটার
- B. ৯৪ মিটার
- C. ৯৮ মিটার
- D. ৯২ মিটার
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
D3 ইউনিট : ২০১৬-২০১৭ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || 2016
More
711 . একটি অনুষ্ঠানে একজন প্রতিযোগী একটি প্রশ্নের উত্তরে বলেছেন, "বাংলাদেশের স্বাধীনতা দিবস ১৬ ডিসেম্বর"। আপনি যদি একজন বিচারক হন, তাহলে আপনি তার উত্তরটিকে কীভাবে মূল্যায়ন করবেন?
- A. সঠিক উত্তর দেওয়ায় পূর্ণ নম্বর দেবেন।
- B. আংশিক সঠিক উত্তর দেওয়ায় অর্ধেক নম্বর দেবেন।
- C. উত্তরটিকে ভুল বলে দেবেন এবং প্রতিযোগীকে বাদ দেবেন।
- D. উত্তরটিকে ভুল বলে দেবেন, কিন্তু প্রতিযোগীকে পরবর্তী প্রশ্নে যাওয়ার সুযোগ দেবেন।
![]() |
![]() |
![]() |
![]() |
712 . একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
- A. মোটা হাতলের ড্রাইভার কে বেশীবার ঘুরাতে হবে;
- B. চিকন হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে;
- C. দু'টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে;
- D. কোনোটি নয়
![]() |
![]() |
![]() |
![]() |
৩৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-09-2016)
More
713.
একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব নিম্নরুপ_ বাস্তবে এই ঘড়িতে কটা বাজে?

- A. ৬ঃ১৫
- B. ৮ঃ৪০
- C. ৭ঃ২০
- D. ৭ঃ৪০
![]() |
![]() |
![]() |
![]() |
৩৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (29-12-2017)
More
714 . একটা ছবির দিকে ইঙ্গিত করে এক লোক বলল,‘আমার কোনো ভাইবোন নেই। এর বাবা আমার বাবার ছেলে।' ছবিটি কার?
- A. তার ছেলের
- B. ভাইয়ের
- C. বাবার
- D. চাচার
![]() |
![]() |
![]() |
![]() |
715 . একটা ইলেকট্রিক্যাল Push button এর মূল অবস্থানে ফিরে যেতে কোন mechaincal device-টি use করা হয়?
- A. a wheel
- B. a pulley
- C. a spring
- D. a gear
![]() |
![]() |
![]() |
![]() |
716 . একজন লোক ৪ ফিট লাফ দিতে পারে। সে একটি নৌকা থেকে তীরের উদ্দেশ্যে লাফ দিল। তখন নৌকাটি তীর থেকে ৩ ফিট দূরে ছিল। সে কোথায় পৌঁছাবে?
- A. নদীর তীরে ১ ফিট ভেতরে
- B. ঠিক কিনারে
- C. পানিতে
- D. উপরের কোনটিই নয়
![]() |
![]() |
![]() |
![]() |
৪৫ তম বিসিএস (লিখিত) || মানসিক দক্ষতা (29-01-2024) || 2024
More
717 . একজন লোক তার অফিস থেকে ৪ কি.মি. দক্ষিণে গেলেন, তারপর তিনি বামদিকে ঘুরলেন। বামদিকে ঘুরে ৩ কি.মি. যাবার পর x নামক স্থানে পৌছালেন। যাত্রাস্থান থেকে x স্থানের দূরত্ব কত?
- A. ৫ কি.মি.
- B. ১০ কি.মি.
- C. ৬ কি.মি.
- D. ৮ কি.মি.
![]() |
![]() |
![]() |
![]() |
718 . একজন লোক একটি নির্দিষ্ট স্থান A হতে যাত্রা শুরু করে ১২ কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে ১৬ কিলোমিটার পূর্বে গেল। লোকটি এখন A থেকে কত দূরে আছে?
- A. ১৭ কিমি
- B. ১৮ কিমি
- C. ২০ কিমি
- D. ২২ কিমি
![]() |
![]() |
![]() |
![]() |
719 . একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে ১২ কিলোমিটার ঠিক উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৫ কিলোমিটার ঠিক পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A থেকে কত দূরে থাকবে?
- A. ১৩ কিলোমিটার
- B. ১১ কিলোমিটার
- C. ১৬ কিলোমিটার
- D. ২০ কিলোমিটার
![]() |
![]() |
![]() |
![]() |
বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার-০২.০২.২০০৭
More
720 . একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে জন ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে ?
- A. দক্ষিণ
- B. দক্ষিণ-পশ্চিম
- C. দক্ষিণ-পূর্ব
- D. পূর্ব
![]() |
![]() |
![]() |
![]() |
৪৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (26-04-2024)
More