691 . একটি ছবি দেখিয়ে তিন্নি বললো ,"সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে" ছবির ছেলেটির সাথে তিন্নির সম্পর্ক কি?
- A. ভাই
- B. চাচা
- C. ছেলে
- D. কোন সম্পর্ক নেই
![]() |
![]() |
![]() |
![]() |
692 . একটি চৌবাচ্চার ৫ ভাগ পূরণ হতে ৯ ঘণ্টা লাগে, তবে বাকি অংশ পূরণ হতে কত সময় লাগবে?
- A. ৫ ঘণ্টা
- B. ৬ ঘণ্টা
- C. ৭ ঘণ্টা
- D. ৮ ঘণ্টা
![]() |
![]() |
![]() |
![]() |
693 . একটি চৌবাচ্চার দুইটি নল আছে। ১ম নল দ্বারা ২০ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় এবং ২য় নল দ্বারা ৩০ মিনিটে চৌবাচ্চাটি খালি হতে পারে। দুইটি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
- A. ৫৪ মিনিট
- B. ৬০ মিনিট
- C. ৭২ মিনিট
- D. ৮০ মিনিট
![]() |
![]() |
![]() |
![]() |
694 . একটি চৌবাচ্চা পূর্ণ করতে A নল ৬ ঘন্টা এবং B নল ৯ ঘন্টা সময় নেয়। C নল পূর্ণ চৌবাচ্চা ১৮ ঘন্টায় খালি করে দেয়। তিনটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?
- A. ৩ ঘন্টা
- B. ৩.৫ ঘন্টা
- C. ৪ ঘন্টা
- D. ৪.৫ ঘন্টা
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
More
696 . একটি ঘড়ি দুপুর ১২ টা হতে চলতে শুরু করেছে। ৫ টা ১০ মিনিটে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রিতে ঘুরবে?
- A. ১ ৪ ৫ °
- B. ১ ৫ ০ °
- C. ১ ৫ ৫ °
- D. ১ ৬ ০ °
![]() |
![]() |
![]() |
![]() |
697 . একটি ঘরে ১০০ জন লোক আছে, যার মধ্যে ৯৯% বাঁহাতি। কতজন বাঁহাতি বের হয়ে গেলে বাঁহাতিদের শতকরা হার ৯৮% এ নেমে আসবে?
- A. ১ জন
- B. ২ জন
- C. ৪৯ জন
- D. ৫০ জন
![]() |
![]() |
![]() |
![]() |
698 . একটি ঘড়ির মিনিটের কাঁটা 10 মিনিটে 61° ঘোরে। 24 ঘণ্টায় এই ঘড়ি কত মিনিট বেশি বা কম দেখাবে?
- A. 24 মিনিট কম
- B. 24 মিনিট বেশি
- C. 12 মিনিট বেশি
- D. 12 মিনিট কম
![]() |
![]() |
![]() |
![]() |
699 . একটি ঘড়ি ২৪ ঘণ্টায় ১ মিনিট স্লো (slow) হয়, ১ ঘণ্টা স্লো হতে ঘড়িটির কত দিন লাগবে?
- A. ১২ দিন
- B. ৩০ দিন
- C. ৬০ দিন
- D. ৬০ ঘণ্টা
![]() |
![]() |
![]() |
![]() |
৪৪ তম বিসিএস (লিখিত)।। মানসিক দক্ষতা (03-01-2023) || 2023
More
700 . একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায় । কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?
- A. ৩৬
- B. ৭২
- C. ১২০
- D. কোনোটিই নয়
![]() |
![]() |
![]() |
![]() |
701 . একটি ঘড়ি প্রতিদিন 5 মিনিট সময় বেশি দেখায়। কতদিন পর ঘড়িটি পুনরায় সঠিক সময় দেখাবে?
- A. 138 দিন
- B. 141 দিন
- C. 144 দিন
- D. 145 দিন
![]() |
![]() |
![]() |
![]() |
702 . একটি গিয়ার সিস্টেমে ছোট গিয়ারটি দ্রুত ঘুরলে বড় গিয়ারটি কীভাবে ঘুরবে?
- A. দ্রুত
- B. একই গতিতে
- C. ধীরে
- D. স্থির থাকবে
![]() |
![]() |
![]() |
![]() |
703 . একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। চাকাটি ৬০° ঘুরতে কত সময় লাগবে?
- A. ১/২
- B. ১/৩
- C. ১/৬
- D. ১/৯
![]() |
![]() |
![]() |
![]() |
704 . একটি গাছের গুঁড়ি থেকে ৪ ফুট দৈর্ঘ্যের একটি অংশ কাটা নিতে ১ মিনিট সময় লাগে। যদি গাছটিকে সমান ১২ ভাগে ভাগ করতে হয়, তাহলে মোট কত মিনিট সময় প্রয়োজন হবে?
- A. ১১ মিনিট
- B. ১২ মিনিট
- C. ১০ মিনিট
- D. ১৩ মিনিট
![]() |
![]() |
![]() |
![]() |
705 . একটি ক্রীড়া প্রতিযোগিতার দিনে প্রতিকলামে ৪০ জন করে শিশু দাঁড়ালে ১৬টি কলাম হয়। প্রতিকলামে ৩২ জন করে দাঁড়ালে কয়টি কলাম হবে?
- A. ১৮টি
- B. ১৬টি
- C. ২০টি
- D. ২৪টি
![]() |
![]() |
![]() |
![]() |